Car Accident: সিটি সেন্টার থেকে বেরিয়েছিল ফুটবল অনুরাগীদের বিজয় মিছিল! নিয়ন্ত্রণ হারিয়ে সটান ধাক্কা গাড়ির
Car Accident Leads 50 Injured: ঘটনায় অভিযুক্ত ৫৩ বছরের বৃদ্ধ গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হানার যোগসাজোশ করা হলে, পরে পুলিশ জানায়, তেমন কোনও যোগসূত্র মেলেনি।

ইংল্যান্ড: সোমবার সিটি সেন্টার থেকে বেরিয়েছিল ফুটবল প্রেমীদের বিজয় মিছিল। ভিড়, জমজমাটি আবহ, নাচে-গানে মত্ত ছিলেন লিভারপুল অনুরাগীরা। এই আনন্দের ধারা দিয়ে যে ক্ষণিকের মধ্য়ে রক্তের স্রোত বয়ে যাবে, তা টের পাননি কেউই। হঠাৎ করেই সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে উন্মত্ত একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গোটা পঞ্চাশেক সমর্থককে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে গুরুত্বর ভাবে জখম হয়েছেন ২৭ জন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৫০। তবে অন্যান্য কিছু ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, আহতের সংখ্যা অর্ধ শতক পেরিয়ে গিয়েছে। গাড়ির ধাক্কায় আহত হয়েছে চার শিশুও।
ইতিমধ্যেই, ঘটনায় অভিযুক্ত ৫৩ বছরের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হানার যোগসাজোশ করা হলে, পরে পুলিশ জানায়, তেমন কোনও যোগসূত্র মেলেনি। এই দুর্ঘটনা সম্পূর্ণ ভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে, ‘কয়েক জনকে ধাক্কা মারার পরেই গাড়িটি থেমে যায়। কিন্তু ততক্ষণে যে আহতের সংখ্যা এত দাঁড়িয়েছে তা কেউ বুঝে উঠতে পারেনি। গাড়িটি থামতেই সেটি ঘিরে ধরে উন্মত্ত জনতা। এরপর চলে হামলা। ভাঙা হয় গাড়ির কাচ, দরজা।’
🚨BIG BREAKING
Shocking scenes at the Liverpool Parade as fans seen attacking a car believed to be the trigger for the chaos that followed.
What was meant to be a celebration took a dark turn.
Praying everyone involved is safe.🙏#liverpoolparade • #LFCParade pic.twitter.com/qnkdYRrZBu
— 🧢1⃣0⃣ (@CapXSid) May 26, 2025
দুর্ঘটনার প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ‘লিভারপুলের বিজয় মিছিলকে কেন্দ্র করে ঘটা দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। পুলিশ ও জরুরী পরিষেবা প্র্রদানকারীদের সক্রিয়তার জন্য পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গিয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে।’

