China-Pakistan: টাকার জন্য ফের চিনের কাছে হাত পাতল পাকিস্তান

Jan 27, 2024 | 8:59 PM

সম্প্রতি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার চিনের প্রিমিয়ার লি কুইয়াংকে সম্প্রতি এ নিয়ে একটি চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। যে চিনের কারণে পাক অর্থনীতির বেহাল দশা হয়েছে বলে মনে করা হয়, সেই চিনের কাছেই হাত পাতছে ভারতের এই প্রতিবেশী দেশ।

China-Pakistan: টাকার জন্য ফের চিনের কাছে হাত পাতল পাকিস্তান
প্রতীকী ছবি

Follow Us

ইসলামাবাদ: ঋণে জর্জরিত পাকিস্তান। সে দেশের রাজনীতির মতোই অর্থনীতির অবস্থায় শোচনীয়। এই পরিস্থিতি ফের চিনের দ্বারস্থ পাকিস্তান। সংবাদমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, বেজিংয়ের কাছে ফের হাত পেতেছে ইসলামাবাদ। ২০০ কোটি মার্কিন ডলার অনুদান চেয়ে চিনের দ্বারস্থ পাকিস্তান। এই টাকা গত এক বছর ধরেই চাইছে পাক সরকার। সম্প্রতি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার চিনের প্রিমিয়ার লি কুইয়াংকে সম্প্রতি এ নিয়ে একটি চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। যে চিনের কারণে পাক অর্থনীতির বেহাল দশা হয়েছে বলে মনে করা হয়, সেই চিনের কাছেই হাত পাতছে ভারতের এই প্রতিবেশী দেশ।

চিনকে দেওয়া চিঠিতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অর্থনীতির সঙ্কটের সময় অর্থ সাহায্যের জন্য চিনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। অতীতে টাকা ধার দিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফের অর্থসাহায্যের জন্য চিনের দরবারে পাক সরকার।

অর্থনীতির দুরাবস্থার সময় চিন ছাড়াও বিভিন্ন দেশের থেকে অর্থ সাহায্য নিয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরবের মতো দেশ বিপুল সাহায্য করেছে পাকিস্তানকে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকেও সাহায্য এসেছে পাকিস্তানে। কিন্তু তার পরও চিনের থেকে সাহায্য প্রত্যাশী পাকিস্তান।

Next Article