Pakistan-Maldives: নিজের ‘ভাঁড়ে মা ভবানী’, মলদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিল পাকিস্তান!

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 02, 2024 | 2:51 PM

Bi-lateral Relation: পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়কে সবথেকে গুরুত্ব দিতে চান তারা, সে বিষয় নিয়েও কথা হয়। জলবায়ু পরিবর্তন রুখতে মলদ্বীপ যে উদ্যোগ নিয়েছে, তাতে সমর্থন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

Pakistan-Maldives: নিজের ভাঁড়ে মা ভবানী, মলদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিল পাকিস্তান!
পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও মলদ্বীপের প্রেসিডেন্ট।
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: নিজের ভাঁড়ার শূন্য। আর্থিক সহায়তার জন্য় বিশ্ব ব্যাঙ্ক ও চিনের কাছে হাত পাততে হয়েছে। সেই পাকিস্তানই (Pakistan) আবার মলদ্বীপকে (Maldives) সাহায্যের প্রতিশ্রুতি দিল। কূটনৈতিক টানাপোড়েন শুরু হতেই মলদ্বীপ থেকে মুখ ফিরিয়েছে ভারত (India)। আর সেই সুযোগেই নিজের সম্পর্ক শোধরানোর কাজে নেমে পড়ল পড়শি দেশ। পাকিস্তান মলদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিল।

বৃহস্পতিবার পাকিস্তানের তরফে ঘোষণা করা হয় যে মলদ্বীপের উন্নয়নে সমর্থন ও সাহায্য করবে পাকিস্তান। জানা গিয়েছে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে ফোনে কথা হয় পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হকের। মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা নিয়ে আলোচনা করেন তিনি।  একইসঙ্গে মলদ্বীপের উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতিও দেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়কে সবথেকে গুরুত্ব দিতে চান তারা, সে বিষয় নিয়েও কথা হয়। জলবায়ু পরিবর্তন রুখতে মলদ্বীপ যে উদ্যোগ নিয়েছে, তাতে সমর্থন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বরাবরই বিরোধ পাকিস্তানের। সেই কারণেই বিভিন্ন প্রয়োজনে চিনের দিকে মুখিয়ে থাকে পাকিস্তান। চরম আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চিন। অন্যদিকে, মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও চিন-পন্থী। সেই সমীকরণ ধরেই এবার মলদ্বীপের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল পাকিস্তান।
তবে যেখানে পাকিস্তানের নিজেরই আর্থিক ভাঁড়ার কার্যত ফাঁকা, বিশ্ব ব্যাঙ্কের অনুদানে সরকার চলছে, তারা কীভাবে মলদ্বীপকে উন্নয়নকাজে সাহায্য করবে? এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।
Next Article