Sundar Pichai: কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের মধ্যে Google CEO-র বাড়তি আয় ১৮৫৪ কোটি টাকা!

Sundar Pichai: প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে দফায় দফায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সংস্থা। এরইমধ্যে সিইও-র এই পাহাড়প্রমাণ বাড়তি আয়ে ভ্রুকুঞ্চিত হচ্ছে অনেকেরই।

Sundar Pichai: কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের মধ্যে Google CEO-র বাড়তি আয় ১৮৫৪ কোটি টাকা!
গুগল সিইও সুন্দর পিচাই

| Edited By: সোমনাথ মিত্র

Apr 22, 2023 | 12:49 PM

ক্যালিফোর্নিয়া: করোনা মন্দার জেরে বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্বেই চাকরির বাজারে চলছে মন্দা। কোথাও কমছে বেতন, কোথাও আবার চলছে কর্মী ছাঁটাই। সম্প্রতি সংস্থার ব্যায় কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট তথা গুগলের (Google) মূল সংস্থা Alphabet। কিন্তু এই প্রেক্ষাপটেই আবার ক্ষতিপূরণ বাবাদ অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) পকেটে ঢুকল ১৮৫৪ কোটি টাকা। সাধারণ কোনও অ্যালফাবেট কর্মীর আয়ের থেকে যা প্রায় ৮০০ গুণ। সদ্য প্রকাশিত অ্যালফাবেটের সিকিউরিটিজ ফাইলিং থেকে এই তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে দফায় দফায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সংস্থা। উদ্বেগের বাতাবরণ গোটা সংস্থাতেই। বিক্ষোভ-আন্দোলনের পথেও হাঁটতে দেখা গিয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। বিশ্বজুড়ে মোট কর্মীর ৬ শতাংশ কমানো হবে বলেও ঘোষণা করা হয়েছিল। মূলত ‘কস্ট কাটিংয়ের’ উদ্দেশেই এই বড় সিদ্ধান্ত বলে মত ছিল ওয়াকিবহাল মহলের। 

ছাঁটাই সমস্যার মধ্যেই চলতি মাসের শুরুতে শতাধিক গুগল কর্মীকে লন্ডনের অফিসে ‘ওয়াকআউট’ করতেও দেখা যায়। প্রায় ২০০ কর্মীর কাজ চলে যাওয়ার পর মার্চেও জুরিখের অফিসে চলে ‘ওয়াকআউট’। যেখানে দফায় দফায় কর্মীদের কাজ যাচ্ছে, অনিশ্চয়তা বেতন নিয়ে, বিশ্বব্যাপী সমস্ত দফতরেই উদ্বেগ গুগল কর্মীদের মধ্যে সেখানে সিইও-র এই পাহাড় প্রমাণ বাড়তি আয়ে ভ্রুকুঞ্চিত হচ্ছে অনেকেরই।