US-China: ‘যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ করতে ভয় পাই না’, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দিল চিন

US Tariff on China: চিনের বাণিজ্য মন্ত্রকের এক মুখপাত্র অনলাইন বিবৃতি দিয়ে বলেছেন, "আমেরিকার বিবৃতি ডাবস স্ট্যান্ডার্ডের উদাহরণ"। বেজিংয়ের অভিযোগ, আমেরিকা গত সেপ্টেম্বর মাস থেকেই চিনের বিরুদ্ধে নানা অর্থনৈতিক পদক্ষেপ করছে, যা চিনের স্বার্থে ক্ষতি করছে।

US-China: যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ করতে ভয় পাই না, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দিল চিন
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 12, 2025 | 10:04 AM

 বেজিং: ভারতের পর চিনের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ থাকল না চিনও। দ্বর্থ্যহীন ভাষায় আক্রমণ করল আমেরিকাকে। রবিবার, ১২ অক্টোবর চিন কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করে বলে এটাই আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড। পাল্টা জবাব দেবে চিনও।

শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন। আগামী ১ নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবে। চিনের বিরল মৃত্তিকা খনিজের রফতানির উপরে কড়াকড়ির পরই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ট্রাম্প। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল করে দেওয়ার হুমকিও দেন।

এরপরই চিনের বাণিজ্য মন্ত্রকের এক মুখপাত্র অনলাইন বিবৃতি দিয়ে বলেছেন, “আমেরিকার বিবৃতি ডাবস স্ট্যান্ডার্ডের উদাহরণ”। বেজিংয়ের অভিযোগ, আমেরিকা গত সেপ্টেম্বর মাস থেকেই চিনের বিরুদ্ধে নানা অর্থনৈতিক পদক্ষেপ করছে, যা চিনের স্বার্থে ক্ষতি করছে। বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিন সাফ জানিয়ে দেয়, “শুল্ক নিয়ে হুমকি দেওয়া চিনের সঙ্গে বাণিজ্য করার সঠিক পদ্ধতি নয়। শুল্ক যুদ্ধে চিনের অবস্থান একই রয়েছে, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু আমরা যুদ্ধ করতে ভয় পাই না।”

চিনের বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “মাদ্রিদে আমেরিকা-চিনের অর্থনৈতিক-বাণিজ্য আলোচনার পর থেকে আমেরিকা চিনের উপরে একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। চিন্র বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে রফতানিতে নিয়ন্ত্রণ করেছে, নিষেধাজ্ঞা চাপিয়েছে।”