United Nations: লস্কর প্রধান হাফিজ পুত্র তালহাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা নিয়ে ভারত, আমেরিকার প্রস্তাবে বাধা চিনের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 20, 2022 | 8:00 AM

অন্যদিকে মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে লস্করের আরও এক প্রধান নেতা শাহিদ মাহমুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করার প্রস্তাবে বাধা দিয়েছে চিন।

United Nations: লস্কর প্রধান হাফিজ পুত্র তালহাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা নিয়ে ভারত, আমেরিকার প্রস্তাবে বাধা চিনের
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) ভারত ও আমেরিকা পেশ করা প্রস্তাবের পথে বাধা হয়ে দাঁড়াল চিন। পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদের ছেলে তালহা সইদে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণার দাবি জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পেশ করেছিল নয়া দিল্লি ও ওয়াশিংটন। তালহাকে আন্তর্জাতিক জঙ্গিদের তালিকাভুক্ত করার দাবিতে বাধা দিল বেজিং। কিন্তু ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইজের পুত্র তালহাকে এপ্রিল মাসে জঙ্গি ঘোষণা করেছিল ভারত সরকার। তালহা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার পাক সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করাল আটকালো শি জিংপিংয়ের চিন। জানা গিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়দা নিষেধাজ্ঞা কমিটির অধীনে তালহাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ওপর বাধা দিয়েছে বেজিং।

দুদিনের কম সময়ে এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের নেতাদের ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণার ভারত ও আমেরিকার দাবির পথে কাঁটা হয়ে দাঁড়াল চিন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি নিয়োগ, অর্থ জোগাড় এবং ভারতে আক্রমণের পরিকল্পনা সহ একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত তালহা সইদ। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য জঙ্গি সংগঠনের বিভিন্ন ক্যাম্পে প্রতিনিয়ত যাতায়াত রয়েছে তালহার। এছাড়া ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপেও উস্কানি রয়েছে তালহার। লস্করের ধর্মগুরু শাখারা দায়িত্বে রয়েছেন হাফিজের পুত্র।

অন্যদিকে মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে লস্করের আরও এক প্রধান নেতা শাহিদ মাহমুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করার প্রস্তাবে বাধা দিয়েছে চিন। শাহিদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমার জন্য প্রস্তাব পেশ করেছিল ভারত ও আমেরিকা, কিন্তু বেজিংয়ের বাধার মুখে তা সম্ভব হয়নি। ২০১৬ সালে শাহিদ মাহমুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করেছিল আমেরিকার ট্রেজারি বিভাগ। সেপ্টেম্বর মাসে মুম্বই হামলার অন্যতম মূলচক্রী সাজিদ মীরকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে ভারত যখন রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়েছিল, সেই প্রস্তাবও চিনের কারণে নাকচ হয়ে যায়। চলতি বছর, অগস্ট মাসে জইশ-ই-মহম্মদ জঙ্গি আব্দুল রউফ আজ়হারের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ার আর্জি জানিয়েছিল ভারত ও আমেরিকা, সেই প্রস্তাবেও বাধা দিয়েছিল। তালহাকে জঙ্গি ঘোষণায় বাধা দেওয়ায় বেজিং আরও একবার প্রমাণ করল যে পাকিস্তানের নাশকতামূলক কার্যকলাপে তাদের উস্কানি রয়েছে।

Next Article