পাঁচদিনে ৩ লক্ষ মানুষের টিকাকরণ! বাদ যাবেন না শহরের একজনও

Apr 02, 2021 | 5:37 PM

চলতি সপ্তাহেই চিনের রুইলি শহরে নতুন করে ১৬ জন করোনা (COVID-19) আক্রান্তের খোঁজ মেলে।

পাঁচদিনে ৩ লক্ষ মানুষের টিকাকরণ! বাদ যাবেন না শহরের একজনও
প্রতীকী চিত্র।

Follow Us

বেজিং: ড্রাগনের দেশে ফের হানা দিয়েছে কোভিড-১৯ (COVID-19)। খবর আসতেই, ব্যাপক তৎপরতা চিনে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, সে কারণে পাঁচদিনের মধ্যে ৩ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। শুক্রবার থেকে সে অভিযান শুরুও হয়ে গিয়েছে। সে দেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের রুইলি (Ruili) শহরে চলছে এই টিকাকরণ কর্মসূচি।

রুইলি উস্কে দিচ্ছে ২০২০ সালের সেই ভয়াবহ স্মৃতি। দেশের একটি প্রদেশ, উহান— গোটা বিশ্বের কাছে মারণ হুমকি হয়ে উঠেছিল সে সময়। করোনার হাত ধরেই গোটা বিশ্ব চিনেছে চিনের উহান শহরকে। এরপর একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কোভিড-১৯। খুব আশ্চর্যভাবে উহানের বাইরে সেভাবে চিনকে কিন্তু প্রভাবিত করতে পারেনি এই অতিমারি।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News live: হাসপাতালে ভর্তি সচিন, ধর্ণায় বসে মৃত্যু করোনা রোগীর

গত মঙ্গলবার চিনের রুইলি শহরে ১৬ জনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই নড়েচড়ে বসে সরকার। ঠিক করে গোটা শহরের বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়া হবে। সংক্রমিতদের মধ্যে ১২ জন চিনা নাগরিক, বাকি দু’জন মায়ানমারের বাসিন্দা। সংক্রমিতদের হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রুইলির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ যে সমস্ত দোকানপাট তা বন্ধ করে দেওয়া হয়েছে। মায়ানমার থেকে যাতে অনুপ্রবেশ না ঘটে, সেদিকে নজর রাখতে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই প্রথমবার ভাইরাসের সঙ্গে যুঝতে গোটা শহরে টিকাকরণের পরিকল্পনা নিয়েছে সরকার।

উল্লেখ্য, চিনে এখনও অবধি করোনা সংক্রমিত হয়েছেন ৯০,২২৬ জন। মৃত্যু হয়েছে ৪,৬৩৬ জনের। অন্যদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০,৩১৩,৪৬৩ জন।

Next Article