বেজিং: করোনা সংক্রমণের (COVID-19) উৎপত্তি চিন (China) থেকে। সে দেশ থেকেই বাকি দেশেও ছড়িয়ে পড়ে এই মারণ সংক্রমণ। বিগত দুই বছর ধরে ক্রমাগত লড়াই চলেছে করোনা সংক্রমণের বিরুদ্ধে। কিন্তু বছর শেষে ফের একবার ফিরে এসেছে করোনার আতঙ্ক। চিনে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। আর সংক্রমণ বাড়তেই ফের পুরনো রূপে ফিরছে চিন। করোনা সংক্রমণের শুরুতে যেমন করোনার তথ্য লুকিয়েছিল চিন, ফের একবার সেই পন্থাই অনুসরণ করছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের (China National Health Commission) তরফে জানানো হয়েছে, এবার থেকে আর করোনা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হবে না।
চিনের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে করোনা সংক্রান্ত আর কোনও তথ্য প্রকাশ করা হবে না। বিগত তিন বছর ধরে করোনা সংক্রান্ত নথি সরকারের তরফে প্রকাশিত করা হলেও, এবার থেকে আর সরকারের তরফে কোনও তথ্য প্রকাশ করা হবে না।
ন্যাশনাল হেলথ কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এবার থেকে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারের বদলে চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ফর রেফারেন্স অ্যান্ড রিসার্চে প্রকাশিত করা হবে।”
তবে কেন করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চিনের সরকার, সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। চিনের সিডিসি দৈনিক করোনা সংক্রান্ত তথ্য আপলোড করবে কি না, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, চিনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই তথ্য় গোপন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, “জিরো কোভিড নীতি” প্রত্যাহার করার পর চিনের হাসপাতালগুলিতে কতজন ভর্তি হয়েছেন, সে সম্পর্কে কোনও তথ্য জমা দেওয়া হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। এরপরই স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে চিন হয়তো ফের একবার করোনা নিয়ে তথ্য় লুকাতে শুরু করেছে চিন। যদিও বিশ্ব হু-র তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, চিন হয়তো করোনার নথি জোগাড় করতে হিমশিম খাচ্ছে। সেই কারণেই হয়তো তথ্য জমা দিতে দেরি হচ্ছে।