Covid-19: ল্যাব থেকেই করোনা ছড়িয়েছিল, আশঙ্কা খোদ চিনা বিজ্ঞানীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 01, 2023 | 10:40 PM

Covid-19: মহামারীর সময় কোভিড-১৯ -এর উৎস জানতে শি জিনপিংয়ের সরকার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, সন্দেহজনক কিছুই মেলেনি। তবে এই ভাইরাসটি বাদুড় থেকেই ছড়িয়েছিল বলে স্পষ্ট করেছেন এই বিশিষ্ট বিজ্ঞানী।

Covid-19: ল্যাব থেকেই করোনা ছড়িয়েছিল, আশঙ্কা খোদ চিনা বিজ্ঞানীর
কোভিড-১৯। প্রতীকী ছবি।

Follow Us

বেজিং: করোনা মহামারীর আতঙ্ক বর্তমানে অনেকটাই কাটিয়ে উঠেছে বিশ্ব। তবে করোনাভাইরাসের হাত থেকে সম্পূর্ণ নিস্তার মেলেনি। এখনও মাঝেমধ্যেই বিভিন্ন দেশে আতঙ্ক ছড়াচ্ছে কোভিড-১৯ (Covid-19)। এমনকি সম্প্রতি চিনেও নতুন করে সংক্রমণ বাড়িয়েছে। এই ভাইরাসের উৎপত্তি নিয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন চিনা বিজ্ঞানী (Chinese Scientist) জর্জ গাও স্বয়ং। ইউহান ল্যাবরেটরি (Wuhan Lab) থেকে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেই মন্তব্য করেছেন তিনি। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

বর্তমানে চিনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ভ্যাকসিন ইনোভেশন-এর প্রেসিডেন্ট জর্জ গাও। এর আগে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC)-এর প্রধান ছিলেন তিনি। চিনে মহামারী নিয়ন্ত্রণে তৈরি বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া কোভিড-১৯- এর উৎস নিয়েও দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই করোনার উৎস নিয়ে জর্জ গাওয়ের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাও বলেন, ইউহান ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আপনারা সবসময় সন্দেহ করেছেন। এটাই বিজ্ঞান। তবে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদিও মহামারীর সময় কোভিড-১৯ -এর উৎস জানতে শি জিনপিংয়ের সরকার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, সন্দেহজনক কিছুই মেলেনি। তবে এই ভাইরাসটি বাদুড় থেকেই ছড়িয়েছিল বলে স্পষ্ট করেছেন এই বিশিষ্ট বিজ্ঞানী। কিন্তু, বাদুড় থেকে কীভাবে মানুষের শরীরে কোভিড সংক্রমিত হল, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন জর্জ গাও। ইউহান ল্যাবরেটরি সমস্ত প্রোটোকল মেনে কাজ করেছিল বলেও জানিয়েছেন তিনি। কিন্তু, তারপরেও এই ল্যাব থেকে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে খারিজ করে দিচ্ছেন না চিনা বিজ্ঞানী।

Next Article