Pahalgam Terror Attack: তবে কি এবার হামলা? পাক অধিকৃত কাশ্মীরে নাগরিকদের খাদ্য মজুত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ক্রমে যেন বেড়েই চলেছে। এর মধ্যেই বড় খবর এল সূত্র মারফত। জানা যাচ্ছে, পাক-অধিকৃত কাশ্মীরে শুক্রবারই নাগরিকদের খাদ্য মজুদ করা রাখার পরামর্শ কথা বলেছে সেই দেশের সরকার।

Pahalgam Terror Attack: তবে কি এবার হামলা? পাক অধিকৃত কাশ্মীরে নাগরিকদের খাদ্য মজুত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

May 02, 2025 | 4:11 PM

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ক্রমে যেন বেড়েই চলেছে। এর মধ্যেই বড় খবর এল সূত্র মারফত। জানা যাচ্ছে, পাক-অধিকৃত কাশ্মীরে শুক্রবারই নাগরিকদের খাদ্য মজুদ করা রাখার পরামর্শ কথা বলেছে সেই দেশের সরকার। ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি একটি প্রতিবেদনে জানা গিয়েছে সেই খবর। ওই প্রতিবেদন অনুসারে বিভিন্ন পাক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে পাক-অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক স্থানীয় বিধানসভায় ভাষণে বলেছেন যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুদ করার কথা। পাক-অধিকৃত কাশ্মীরের নাগরিকদের নির্দেশ জারি করা হয়েছে।

আরব নিউজ হকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীর সরকার, ‘খাদ্য, ওষুধ এবং অন্যান্য সকল মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র’ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক বিলিয়ন টাকার ($৩.৫ মিলিয়ন) একটি জরুরি তহবিল তৈরি করেছে ইতিমধ্যেই।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে, বুধবার পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা গিলগিট, স্কার্দু এবং পাক-অধিকৃত কাশ্মীরের অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চলে নিরাপত্তার কারণে সমস্ত ফ্লাইট বাতিল করেছে।

বিমানের সময়সূচীর উদ্ধৃতি দিয়ে উর্দু দৈনিক জং জানিয়েছে যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) করাচি এবং লাহোর থেকে স্কার্দুতে দুটি করে ফ্লাইট বাতিল করেছে। বিমান চলাচল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইসলামাবাদ থেকে স্কার্দুতে দুটি এবং ইসলামাবাদ থেকে গিলগিট পর্যন্ত চারটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।