যোগাযোগ বিচ্ছিন্ন, Tibet-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নতুন সেতু, ধাক্কা খেল Chinese Army!

Chinese Army, Hongqi Bridge: চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার ১১ নভেম্বর সিচুয়ান প্রদেশের মায়ারকাং শহরের কাছে ওই সেতুটি ভেঙে পড়ে। যা কারণ হিসাবে ওই সংবাদমাধ্যম জানিয়েছে পাহাড়ি ধসের কথা। জানা গিয়েছে পাহাড়ে ধসের কারণে টন টন পাথর গড়িয়ে নেমে এসে আঘাত করে ওই সেতুতে।

যোগাযোগ বিচ্ছিন্ন, Tibet-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নতুন সেতু, ধাক্কা খেল Chinese Army!
ভাঙল ব্রিজ, বন্ধ যোগাযোগ, চাপে চিনের সেনা!Image Credit source: x.com/

Nov 16, 2025 | 11:48 AM

মাত্র দুই মাস আগে তিব্বতের সঙ্গে চিনা ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী হংকি সেতু চালু করেছিল চিন সরকার। দুই দিকে খাড়া পাহাড়, হার মধ্যে দিকে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। আর সেখানেই এই সেতু তৈরি করেছিল জিনপিং প্রশাসন। কয়েক দিন আগেই সেই সেতু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ফলে, চিন থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তিব্বত। অর্থাৎ, চিনের পিপল লিবারেশন আর্মি এখন খুব সহজে চিনা ভূখন্ড থেকে তিব্বতে ঢুকতে পারবে না।

চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার ১১ নভেম্বর সিচুয়ান প্রদেশের মায়ারকাং শহরের কাছে ওই সেতুটি ভেঙে পড়ে। যা কারণ হিসাবে ওই সংবাদমাধ্যম জানিয়েছে পাহাড়ি ধসের কথা। জানা গিয়েছে পাহাড়ে ধসের কারণে টন টন পাথর গড়িয়ে নেমে এসে আঘাত করে ওই সেতুতে। ৭৫৮ মিটার দীর্ঘ এই সেতু চিনা জাতীয় সড়ক জি৩১৭-এর উপর তৈরি। এই সেতুর মাধ্যমে চিন ভারতের সঙ্গে যে প্রকৃত নিয়ন্ত্রণ সেরা রয়েছে, সেখানে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করত চিনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড।

জানা গিয়েছে এই সেতু ভাঙায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু এই সেতু ভেঙে যাওয়ায় যেটা হয়েছে সেটা কিন্তু কোনও ভাবেই চিনা সরকারের কাছে অভিপ্রেত নয়। আপাতত ওই ক্ষতিগ্রস্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। এই সেতু ভাঙায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করতে চাইছিল, তা আর পারবে না তারা। উল্লেখ্য, এর আগেও পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের সঙ্গে চিনের যোগাযোগরক্ষাকারী একটি সেতু ভেঙে পড়েছিল। সেটা ভেঙেছিল হড়পা বানে। এবারে এই সেতু ভাঙল ধসের কারণে। প্রায় ৬৫২ মিটার উঁচু এউ সেতু এই বছরের সেপ্টেম্বরেই উদ্বোধন করা হয়। আর ২ মাস যেতে না যেতেই সেখানে ঘটল এই দুর্ঘটনা।