Cat and Job: বিড়ালকে দেখাশোনা করলেই মাসে পাবেন ১২ লাখ, বিজ্ঞাপন দিল কোম্পানি

London: জানা গিয়েছে, লন্ডনের একটি বিমান বিক্রয় সংস্থা সম্প্রতি একটি বিজ্ঞাপন দেয়। সংশ্লিষ্ট সেই বিজ্ঞাপনে তারা জানান, তাদের সংস্থার বিড়াল জেরিকে দেখার জন্য ঘণ্টা পিছু ৬৫ ডলার দেবে।

Cat and Job: বিড়ালকে দেখাশোনা করলেই মাসে পাবেন ১২ লাখ, বিজ্ঞাপন দিল কোম্পানি
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Network

May 25, 2025 | 5:47 PM

লন্ডন: মোটা অঙ্কের টাকা রোজগার করতে কে না চায়। টাকা রোজগারের জন্য মানুষ কী কী না পথ বেছে নেন। কেউ চাকরি করেন, কেউ আবার ব্যবসা। কিন্তু ভাবুন যদি বিন্দুমাত্র পরিশ্রম না করেই আপনার পকেটে লক্ষ-লক্ষ টাকা ঢোকে তাহলে? অবাক হচ্ছেন? লন্ডনে এমনই এক ঘটনা ঘটেছে। একটি কোম্পানি তাদের পোষ্য বিড়ালকে দেখভালের জন্য ঘণ্টায় ৬৫ ডলার দেবে। অর্থাৎ,যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা।

জানা গিয়েছে, লন্ডনের একটি বিমান বিক্রয় সংস্থা সম্প্রতি একটি বিজ্ঞাপন দেয়। সংশ্লিষ্ট সেই বিজ্ঞাপনে তারা জানান, তাদের সংস্থার বিড়াল জেরিকে দেখার জন্য ঘণ্টা পিছু ৬৫ ডলার দেবে। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। অর্থাৎ দিনে যদি আট ঘণ্টা দেখাশোনা করতে হয়, তাহলে একজন ব্যক্তি প্রতিদিন ভারতীয় মুদ্রায় ৪০ হাজার টাকা রোজগার করতে পারবেন। আর মাসে সেই অঙ্কটা হবে ১২ লক্ষ টাকার কাছাকাছি। বিজ্ঞাপনটি দেখা মাত্রই প্রায় ৪০০-বেশি মানুষ আবেদন করেন। এত সংখ্যক লোক দেখে পরবর্তীতে ওই বিজ্ঞাপনটি তুলে নেয় সংস্থা।

জেরি একটি সাত বছর বয়সী ব্রিটিশ শর্টহেয়ার্ড বিড়াল। যার জন্য কোম্পানি একজন যত্নশীল রক্ষক খুঁজছিল। সংশ্লিষ্ট অফিসের কর্মচারি লিসা বন্ড ওই জেরিকে অফিসেরই একজন কর্মচারি বলে দাবি করেছেন। তিনি বলেন, “একটি ব্রিটিশ বিড়ালকে দেখাশোনা করতে হবে। তার যত্নে যাতে কোনও রকম ক্ষতি না হয় সেই কারণেই এই বিজ্ঞাপন।”