Cooking Gas in Plastic Bag: পাকিস্তানে আর্থিক সঙ্কট চরমে! সিলিন্ডারের বদলে প্লাস্টিক ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 31, 2022 | 10:19 PM

বিশেষভাবে তৈরি প্লাস্টিকের ব্যাগগুলিতে নজল এবং ভালভ লাগানো আছে। কম্প্রেসরের মাধ্যমে সেই প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে দিচ্ছেন বিক্রেতারা।

Cooking Gas in Plastic Bag: পাকিস্তানে আর্থিক সঙ্কট চরমে! সিলিন্ডারের বদলে প্লাস্টিক ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস
প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস। ছবি সৌজন্য: টুইটার

Follow Us

ইসলামাবাদ: আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তান। বর্তমানে সেই সঙ্কট এতটাই চরমে উঠেছে যে, সিলিন্ডারের অভাবে প্লাস্টিক ব্যাগে ভরা হচ্ছে রান্নার LPG গ্যাস। আর LPG গ্যাস ভর্তি সেই প্লাস্টিক ব্যাগ বাড়িতে নিয়ে যাচ্ছেন গ্রাহকেরা। প্লাস্টিক ব্যাগে LPG গ্যাস ভরার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে গ্য়াস ভর্তি প্লাস্টিক ‘শক্তিশালী বোমা’র সমান বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, প্লাস্টিক ব্যাগে LPG গ্যাস ভরার যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, সেটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের। এই প্রদেশের কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। গত দু-বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকার জন্য হাঙ্গু শহরের বাসিন্দারাও রান্নার গ্যাস পাচ্ছেন না। এর মধ্যেই এই প্রদেশে প্লাস্টিক ব্যাগে রান্নার গ্যাস ভরার ঘটনা প্রকাশ্যে এল। যা দেখে অনেকেই শিউরে উঠছেন।

কীভাবে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরা হচ্ছে?
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিশেষভাবে তৈরি প্লাস্টিকের ব্যাগগুলিতে নজল এবং ভালভ লাগানো আছে। কম্প্রেসরের মাধ্যমে সেই প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে দিচ্ছেন বিক্রেতারা। প্রতিটি ব্যাগে ৩-৪ কেজি গ্যাস ধরে এবং সেটি ভরতে প্রায় এক ঘণ্টা সময় লাগছে।

গ্যাস ভর্তি প্লাস্টিক ব্যাগে বিস্ফোরণ
সিলিন্ডারের বদলে প্লাস্টিক ব্যাগে রান্নার গ্যাস ভরা এবং সেটি নিয়ে যাওয়া মোটেও নিরাপদ নয়। LPG গ্যাসভর্তি প্লাস্টিক ব্যাগটি একটি ‘চলমান বোমার থেকে কম নয়’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গ্যাসভর্তি প্লাস্টিক ব্যাগ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৮ জন পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের বার্ন কেয়ার সেন্টারে ভর্তি হয়েছিলেন।

Next Article