
রাস্তা খুঁজে পাচ্ছেন না? গুগল ভরসা। ডিনার ডেটে কী অর্ডার করবেন? একটু গুগল সার্চ করে নিলেন। রণে-বনে-জঙ্গলে একটা সময় পর্যন্ত যে গুগল-বাবা ছিল আপনার একমাত্র ভরসা, এখন সে-ও পিছু হটতে শুরু করেছে। কারণ একটাই, AI। আপনারা হয়তো প্রতিদিনই নানা AI টুল ব্যবহার করে লেখালেখি, আর্ট বা আইডিয়া জেনারেট করে চলেছেন। তবে AI-সৃষ্ট এই বিপুল কন্টেন্টের কপিরাইট কী, মালিকানা কার, এবং যদি কেউ এই প্রশ্ন তুলে মালিকানা দাবি করেন―সেক্ষেত্রে গ্রাহকের আইনি অবস্থান কী হবে? এ বিষয়ে কোনও সম্যক ধারণা আছে? ভারতের Copyright Act, 1957-এ স্পষ্টভাবে AI-কে ‘লেখক’ (author) বলে স্বীকৃতি দেয় না, কারণ আইন শুধু কোনও ‘person’ বা মানুষ লেখক বলে গণ্য করে। তবে AI-সৃষ্ট কোনও কনটেন্টে যদি চোখে পড়ার মতো মানবিক ছাপ থাকে, সেই রকমের AI-উৎপাদিত লেখায় কপিরাইটের প্রসঙ্গ উঠলেও উঠতে পারে। কপিরাইট সংক্রান্ত বিষয়ে কথা বললেই আইনের জটিল...