
প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন ও কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ও তাঁর ভাই ভ্লাদিমির ক্লিটসকো, কিয়েভের সিটি হলে মোবাইলে নজর রেখেছেন। রাশিয়ান সেনা কতদূর এগোল সেই তথ্যই হয়ত মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে। ছবি: সংবাদ সংস্থা

রবিবার সন্ধেয় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ইউক্রেনের সেনার হাতে আক্রান্ত হন এক ব্যক্তি। সেনা বাহিনীর ধারণা সম্ভবত তিনি রাশিয়ান এজেন্ট। ছবি: সংবাদ সংস্থা

মারিউপোলের ওই ক্রীড়াকেন্দ্রে মাতৃত্বের ছোঁয়া। ঘোরতর বিপাকে দেশ, তা সত্ত্বে পাশে শুয়ে শিশুকে আদর মায়ের। ছবি: সংবাদ সংস্থা

ইউক্রেনের মারিউপোলে একটি গর্ভবতী মহিলা এবং শিশুরা একটি ক্রীড়া কেন্দ্রের উন্নত বোমা আশ্রয় কেন্দ্রের বাইরে একটি বেঞ্চে বসে রয়েছেন। ওই ক্রীড়া কেন্দ্রে মোট ২০০০ লোক থাকতে পারেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা আতঙ্কিত। ছবি: সংবাদ সংস্থা

মারিউপোলের ক্রীড়া কেন্দ্রের আশ্রয় নিয়েছেন হাজার হাজার ইউক্রেনিয়। বাইরে মারণ খেলা চালাচ্ছে রাশিয়া, নিরাপদ আশ্রয়ের খোঁজেই এখানে আশ্রয় নিয়েছেন তাঁরা। ছবি: সংবাদ সংস্থা