Mask mandatory in airport: ফের বাড়ছে করোনা, জারি হল নয়া বিধি

Covid restriction: ফের ফিরে আসছে মাস্ক-আতঙ্ক! বিশ্বজুড়ে ফের থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। সিঙ্গাপুর-সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তো কোভিড রোগীর সংখ্যা দিন-দিন অতিরিক্ত হারে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে এবার বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক হল।

Mask mandatory in airport: ফের বাড়ছে করোনা, জারি হল নয়া বিধি
প্রতীকী ছবি।Image Credit source: GETTY

| Edited By: Sukla Bhattacharjee

Dec 15, 2023 | 10:24 PM

সিঙ্গাপুর সিটি: ফের ফিরে আসছে মাস্ক-আতঙ্ক! বিশ্বজুড়ে ফের থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। সিঙ্গাপুর-সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তো কোভিড রোগীর সংখ্যা দিন-দিন অতিরিক্ত হারে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে এবার বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক হল। সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সকল যাত্রীর মাস্ক বাধ্য বাধ্যতামূলক করা হল। শুধু সিঙ্গাপুর নয়, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিমানবন্দরেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরেই সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। করোনার শেষ ভ্যারিয়ান্ট BA.2.86-এর প্রজাতি JN.1 সংক্রমণ ছড়াচ্ছে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে হাসপাতালগুলিতে এমনকি আইসিইউয়ে করোনা রোহীর ভিড় বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে মাস্ক পরা-সহ করোনা বিধি মেনে চলার উপর জোর দিচ্ছে প্রশাসন। বিশেষত, বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক।

সিঙ্গাপুরের পাশাপাশি ইন্দোনেশিয়া-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও কোভিডের প্রকোপ বাড়তে শুরু করেছে। তাই আগাম সতর্কতা হিসাবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। এছাড়া বিমানবন্দরে আগত সকলকে কোভিডের দুটি টিকা নিয়ে থাকতে হবে। করোনা মোকাবিলায় সরকারের তরফে আগের মতো দূরত্ববিধি মেনে চলা, বারবার হাত স্যানিটাইজ করার আবেদন জানানো হয়েছে। এছাড়া কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে ইন্দোনেশিয়া সরকার।

প্রসঙ্গত, শীত পড়ার সঙ্গে সঙ্গে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেরলে করোনা আক্রান্তের হার সবেচেয়ে বেশি। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই শতাধিক। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। যদিও সকলেরই মৃদু উপসর্গ। করোনা নিয়ে উদ্বেগ না করে কোভিড সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।