Covid in China: সুস্থ হচ্ছে চিন! করোনায় মৃতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি বেজিংয়ের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 27, 2023 | 5:46 AM

চন্দ্র নববর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে ফের দেশে ব্যাপক সামাজিক জমায়েত হওয়া সম্ভাবনা রয়েছে। ফলে পুনরায় করোনার প্রকোপ বাড়বে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

Covid in China: সুস্থ হচ্ছে চিন! করোনায় মৃতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি বেজিংয়ের
প্রতীকি ছবি।

Follow Us

বেজিং: চিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে সাম্প্রতিক খবরে প্রকাশিত হয়েছিল। তবে বর্তমানে মৃতের হার প্রায় ৮০ শতাংশ কমেছে বলে দাবি জানাল বেজিং। করোনায় আক্রান্তের সংখ্যাও আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি চিন সরকারের। যদিও চিন করোনা সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করছে না, করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ্যে আনুক বলে দাবি জানিয়েছেন বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি এই দাবি তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)।

গত সপ্তাহে চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দফতরের (CDC) রিপোর্ট অনুযায়ী, গত ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চিনে করোনায় অন্তত ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যদিও গত মাসে গোটা দেশের বিভিন্ন হাসপাতালে করোনায় প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বলে বেজিংয়ের স্বাস্থ্য দফতরের রিপোর্টে প্রকাশিত। তবে বর্তমানে সমগ্র চিনে করোনা সংক্রমণের ঢেউ নিম্নমুখী হতে শুরু করেছে।

বুধবার এক বিবৃতিতে চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দফতর (CDC) জানায়, গত সোমবার করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৮৯৬ জনের। যা গত ৪ জানুয়ারির তুলনায় প্রায় ৭৯ শতাংশ কম। CDC-র রিপোর্ট অনুযায়ী, গত সোমবার সমগ্র চিনে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছিল ৩৬ হাজার। গত জানুয়ারি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২৮ হাজার। অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭২ শতাংশ কমেছে।

তবে সামনেই চিনের নতুন চন্দ্র নববর্ষ রয়েছে। যা নিয়ে মেতে উঠবে দেশবাসী। ফলে সেই চন্দ্র নববর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে ফের দেশে ব্যাপক সামাজিক জমায়েত হওয়া সম্ভাবনা রয়েছে। ফলে পুনরায় করোনার প্রকোপ বাড়বে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

Next Article