
অফিস যাচ্ছেন কানে ইয়ারফোন গুঁজে? পছন্দের গান শুনতে শুনতে ভাবছেন অনেক কিছু। এইবার ভাবুন। জীবনে সঙ্গীত নেই। মিউজিক নেই। সুর নেই। কেমন লাগবে? খানিকটা এমনই হতে চলেছে আমাদের প্রতিবেশী দেশে। রাষ্ট্রের নাম বাংলাদেশ। এই দেশ তৈরি করেছে একের পর এক বিখ্যাত গায়ক। অতুলপ্রসাদ সেন থেকে জেমস। আইয়ুব বাচ্চু থেকে রুনা লায়লা। যে দেশের তালিকায় রয়েছে ওয়ারফেজ-আর্টসেল-কাকতালের মতো বিশ্ববিখ্যাত ব্যান্ড, সেই দেশে এইবার ইউনুস প্রশাসন নিয়েছে এমন এক সিদ্ধান্ত―যার জেরে সঙ্গীতচর্চার ভবিষ্যৎ অন্ধকারে। যেখানে একদিকে পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে রাজ্য সঙ্গীত, সেখানে কী এমন হল আমাদের প্রতিবেশী রাষ্ট্রে? কেন ফের উত্তাল হচ্ছে ইউনুস আমলের বাংলাদেশ? এই সঙ্গীত এবং বিদ্বেষ যে বাংলাদেশে পাশাপাশি বিরাজ করে, তার প্রমাণ সে দেশ আগেও দিয়েছে। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীত বদলের দাবি তোলেন। যুক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর...