Cyclone Ditwah in Sri Lanka: ‘দিতওয়াহা’র ঝাপটায় তছনছ শ্রীলঙ্কা, মৃত ৫৬, সাহায্য নিয়ে যাচ্ছে INS Vikrant

Cyclone Ditwah in Sri Lanka: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রীলঙ্কার বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন। সকলের সুরক্ষার প্রার্থনা করেছেন। একইসঙ্গে সবরকমের সহায়তার আশ্বাসও দিয়েছেন। ইতিমধ্যেই শুরু করা হয়েছে অপারেশন সাগরবন্ধু, যার অধীনে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাঠানো হচ্ছে আইএনএস বিক্রান্ত। 

Cyclone Ditwah in Sri Lanka: দিতওয়াহার ঝাপটায় তছনছ শ্রীলঙ্কা, মৃত ৫৬, সাহায্য নিয়ে যাচ্ছে INS Vikrant
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা।Image Credit source: X

|

Nov 28, 2025 | 5:45 PM

কলম্বো: ভয়ঙ্কর অবস্থা প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। বিগত এক সপ্তাহ ধরে সেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে, নেমেছে হড়পা বান (Flash Flood)। রাস্তাঘাট থেকে বাড়িঘর, জমি-সব চলে গিয়েছে জলের তলায়। নেমেছে ধস। এর মধ্যেই শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হল। বন্ধ করে দেওয়া হল স্কুল ও অফিস। বন্ধ রাখতে হয়েছে রেল পরিষেবাও। এখনও পর্যন্ত বিপর্যয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া অন্তত ২০০০।

শ্রীলঙ্কায় এমনিতেই উত্তর-পূর্ব বর্ষার মরশুম চলছে। তার মধ্যে বিষফোঁড়া হয়েছে সাইক্লোন দিতওয়াহা (Cyclone Ditwah)। শ্রীলঙ্কার পূর্ব উপকূলেই বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যা এখন ভারতের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। কলম্বো সহ দেশের নীচু যে এলাকাগুলি রয়েছে, সেখানকার বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।  আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শ্রীলঙ্কায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাদুল্লা। সেখানে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। নুওয়ারা এলিয়াতে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৮০০-রও বেশি মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তাঘাট ধুয়ে গিয়েছে হড়পা বানে। মিলিটারি ও নৌসেনা হেলিকপ্টার ও বোটের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ২০ হাজার ৫০০ সেনা নামানো হয়েছে  উদ্ধারকাজের জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রীলঙ্কার বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন। সকলের সুরক্ষার প্রার্থনা করেছেন। একইসঙ্গে সবরকমের সহায়তার আশ্বাসও দিয়েছেন। ইতিমধ্যেই শুরু করা হয়েছে অপারেশন সাগরবন্ধু, যার অধীনে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাঠানো হচ্ছে আইএনএস বিক্রান্ত।

মৌসম ভবন জানিয়েছে, শ্রীলঙ্কা থেকে সাইক্লোন দিতওয়াহা এবার উত্তর তামিলনাড়ু-পুদুচেরির দিকে এগিয়ে যাচ্ছে। ৩০ নভেম্বর ভোরের মধ্যে তা অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে পৌঁছে যাবে। উপকূল এলাকার মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।