Morocco Earthquake: বিপর্যয় ভোলাল শত্রুতা, মরক্কোয় মৃতের সংখ্য়া ২০০০ ছাড়াতেই পাশে দাঁড়াল আলজিরিয়া

Humanitarian Aid: শুক্রবার রাত ১১টা বেজে ১১ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য মরক্কো। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০৫৯ জন। বিগত ছয় দশকে এটিই সবথেকে ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

Morocco Earthquake: বিপর্যয় ভোলাল শত্রুতা, মরক্কোয় মৃতের সংখ্য়া ২০০০ ছাড়াতেই পাশে দাঁড়াল আলজিরিয়া
ধ্বংসস্তূপের মাঝে বসে আশার আলোর খোঁজ। Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 10, 2023 | 7:58 AM

রাবাত: ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুমিছিল। মরক্কোয় (Morocco) ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার রাতেই যেখানে মৃতের সংখ্যা ১ হাজার ছিল, তা রাতারাতি ২ হাজারের গণ্ডি পার করল। আহত আরও কয়েক হাজার মানুষ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ। ভেঙে গুড়িয়ে যাওয়া বাড়ি-ঘরের অংশ সরিয়েই প্রিয়জনের খোঁজ করছেন বাসিন্দারা। মরক্কোর এই ভয়াবহ ভূমিকম্প ও বিপুল প্রাণহানির ঘটনায় একাধিক দেশের তরফে শোক প্রকাশ করা হয়েছে। ইতিমধ্য়েই একাধিক দেশ সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার রাত ১১টা বেজে ১১ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য মরক্কো। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। জনপ্রিয় পর্যটনকেন্দ্র মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০৫৯ জন। বিগত ছয় দশকে এটিই সবথেকে ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

মরক্কোর ভয়ঙ্কর অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ আলজিরিয়া। দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে বিরোধ চললেও, কঠিন সময়ে মরক্কোকে সর্বসম্মতভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে আলজিরিয়া। বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ বোঝাই বিমান অবতরণের জন্য নিজেদের এয়ারস্পেস খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে আলজিরিয়া। ১৯৯৪ সাল থেকে দুই দেশের সীমান্ত এবং ২০২১ সাল থেকে এয়ারস্পেস বন্ধ থাকলেও, শনিবার আলজিরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববোনে একটি বিবৃতি দিতে জানান, মরক্কোর পাশে রয়েছে আলজিরিয়া। মরক্কো প্রশাসন চাইলেই সবরকমভাবে সাহায্য করা হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভূমিকম্পের খবর পেয়েই সমবেদনা প্রকাশ করেন এবং মরক্কোকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মরক্কোয় বিপুল প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। একইসঙ্গে যথাসম্ভব সাহায্যের প্রতিশ্রুতিও দেন। তুরস্ক, কাতার, জার্মানি, ফ্রান্স, ইজরায়েল, দুবাই ও জর্ডানের তরফে ত্রাণ পাঠানো হয়েছে। রেড ক্রসের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পে তুরস্কের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ধাক্কা কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লেগে যাবে।