Explained: বৃহত্তম তেলভাণ্ডার, তাও কেন বিশ্ব বাজারে দীর্ঘদিন গুরুত্বহীন ভেনেজুয়েলা?
বিশ্বের মোট তেলভাণ্ডারের প্রায় ২০% অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। কিন্তু বিশ্ব বাণিজ্যে মাত্র ১ শতাংশ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের লেনদেন করে কারাকাস। কেন? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে আমেরিকার কোর্টে তোলার পর থেকেই ঘুরছে এই প্রশ্ন।

বিশ্বের মোট তেলভাণ্ডারের প্রায় ২০% অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। কিন্তু বিশ্ব বাণিজ্যে মাত্র ১ শতাংশ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের লেনদেন করে কারাকাস। কেন? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে আমেরিকার কোর্টে তোলার পর থেকেই ঘুরছে এই প্রশ্ন। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই রাষ্ট্রের দিকে অনেকদিন ধরেই ট্রাম্পের নজর। বিশ্বের অন্যতম সবচেয়ে বড় তেল রিজার্ভের উপর বসে থাকা ভেনেজুয়েলা মাত্র ১ মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন তুলতে পারে তার ভাণ্ডার থেকে। যা বিশ্বের সর্বমোট তেল লেনদেনের মাত্র ০.৮%। ৩ জানুয়ারি মার্কিন সেনার ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অপারেশন Absolute Resolve চালিয়ে সে দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে। ওই অভিযানে নিহত অন্তত ৪০ জন,...
