Pakistan-Muhammad Ali Jinnah: জঙ্গিরা কি জানে পাকিস্তানের ‘বাবা’ হিন্দু ছিলেন? জানুন জিন্নাহর আসল ধর্ম

Pakistan-Muhammad Ali Jinnah: জিন্নাহর বাবা ছিলেন জিন্নাহভাই পুঞ্জা। তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন, পরবর্তী সময়ে তিনি করাচিতে চলে যান। জিন্নাহর ঠাকুর্দা, পুঞ্জা গোকুলদাস মেঘজি রাজকোটের পানেলি মোটি গ্রামের বাসিন্দা ছিলেন।

Pakistan-Muhammad Ali Jinnah: জঙ্গিরা কি জানে পাকিস্তানের বাবা হিন্দু ছিলেন? জানুন জিন্নাহর আসল ধর্ম
মহম্মদ আলি জিন্নাহ।Image Credit source: Toronto Star Archives/Toronto Star via Getty Images

|

Apr 26, 2025 | 4:43 PM

নয়া দিল্লি: পাকিস্তানের আসল রূপ বেরিয়ে এসেছে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের মদত স্পষ্ট। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে সেখানে। জঙ্গিরা গুলি চালানোর আগে পর্যটকদের কাছ থেকে জানতে চায় তাদের ধর্মীয় পরিচয়। হিন্দু জেনেই তাদের হত্যা করা হয়। হিন্দুদের উপরে এত রাগ, বিদ্বেষ, অথচ এই পাকিস্তানিরা যে মহম্মদ আলি জিন্নাহকে ‘দেশের জনক’ বলে, তাঁর পরিবারই হিন্দু ছিলেন।

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মহম্মদ আলি জিন্নাহ। দেশভাগের পিছনেও তিনিই ছিলেন। জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন। তবে জানেন কি, জিন্নাহ পরিবার কিন্তু হিন্দু ছিলেন। লোহানা সম্প্রদায়ের ছিলেন তাঁরা, যা হিন্দু ধর্মেরই একটি সম্প্রদায়।

জিন্নাহর বাবা ছিলেন জিন্নাহভাই পুঞ্জা। তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন, পরবর্তী সময়ে তিনি করাচিতে চলে যান। জিন্নাহর ঠাকুর্দা, পুঞ্জা গোকুলদাস মেঘজি রাজকোটের পানেলি মোটি গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, পুঞ্জা ভাই মাছ বিক্রি করতেন। তাদের এই ব্যবসা নিয়ে আপত্তি ছিল লোহানা সম্প্রদায়ের। পুঞ্জা ভাইকে ব্যবসা বন্ধ করতে হবে, এই নিয়ে বিক্ষোভও দেখানো হয়।

কার্যত সামাজিক বয়কটের মুখে পড়তে হয়েছিল জিন্নাহর পূর্বপুরুষদের। এরপরই তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে ইতিহাসের অনেক বইতেই উল্লেখ রয়েছে যে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ ছিল জিন্নাহর পূর্বপুরুষদের। তারা ফের হিন্দু ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু সেই অনুমতি মেলেনি।

এরপর ব্যবসা করতেই মহম্মদ আলি জিন্নাহর বাবা জিন্নাহভাই করাচিতে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। নামের আগে জোড়েন মহাম্মদ।

আবার আরেকটি সূত্রের দাবি, জিন্নাহর পূর্বপুরুষ রাজপুত ছিলেন। এক পাকিস্তানি লেখকের ‘মিস্টার জিন্নাহ’ বইতে লেখা ছিল, জিন্নাহর পূর্বপুরুষরা পঞ্জাবের সাহিওয়ালের রাজপুত ছিলেন। ইসমাইলি খোজাকে বিয়ে করে কাঠিয়াওয়ারে থাকতেন। ইসমাইলি আগা খানের অনুসরণকারী ছিলেন, পরে সুন্নি মুসলিম হন তারা। মহম্মদ আলি জিন্নাহ নিজেও এই কথা স্বীকার করেছিলেন।