
ঢাকা: ফের জ্বলছে বাংলাদেশ। হিংসা থামাতে ব্যর্থ ইউনূস প্রশাসন। আর যাঁকে খুনের ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, সেই ওসমান হাদি বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন কয়েকমাস আগে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকেও বার্তা দিয়েছিলেন। সাংবাদিক বৈঠকে কী বলেছিলেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি?
পাকিস্তানের সেনার মতো না হতে বাংলাদেশের সেনাবাহিনীকে বার্তা-
পাক সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে পাকিস্তান যে ক্রমশ পিছিয়ে পড়ছে, সাংবাদিক বৈঠকে তুলে ধরেছিলেন হাদি। তারপরই বাংলাদেশের সেনাবাহিনীকে অনুরোধ করে তিনি বলেন, “বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করবেন না। দেখুন, পাকিস্তান সেনাবাহিনী তাদের দেশে বেশি হস্তক্ষেপ করার ফলে পাকিস্তান রাষ্ট্র উঠে দাঁড়াতে পারেনি। রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে না। আমাদের অনুরোধ, আপনারা পৃথিবীর সেরা সেনা হন। কিন্তু, রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করবেন না।”
মহম্মদ ইউনূসকে বার্তা-
জুলাই আন্দোলনের পর গত বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার গঠন হয়। যার মাথায় রয়েছেন মহম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে হাদি বলেন, “ডক্টর ইউনূস আপনার কোনও এক্তিয়ার নেই পদত্যাগ করার। কারণ আপনাকে বসিয়েছে ১৫০০-র বেশি শহিদ পরিবার। আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ, পক্ষু জুলাই যোদ্ধারা। আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তে পারবেও তারা। আর কারও আপনাকে ছাড়ানোর এক্তিয়ার নেই। বাংলাদেশে শুধু আপনাকে অভিভাবক মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে রয়েছি। আপনি বিদেশ চলে যাবেন। আমরা যাব কোথায়?”
মহম্মদ ইউনূসের উদ্দেশে তিনি আরও বলেছিলেন, “আপনাকে যে জনাদেশ দিয়েছে শহিদদের পরিবার, তাদের সঙ্গে বৈঠক করেছেন? সেনাবাহিনী আপনাকে সহযোগিতা না করলে সেই দায় সেনাবাহিনীর থাকবে।” ওসমান হাদির পুরনো এই সাংবাদিক বৈঠক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।