Tallest Ganesha Idol: হাতে রয়েছে কলা, আখ, কাঁঠাল! বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি কোথায় আছে জানেন?

World's Tallest Ganesh: কলকাতার দুর্গাপুজোর মতোই মুম্বইতেও পাঁচদিন ধরে চলে গণেশ পুজো। তবে এত কিছু হলেও বিশ্বের সবচেয়ে বড় গণেশ মূর্তি কোথায় আছে জানেন? শুনলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে বড় গণেশ মূর্তি কেবল মুম্বই নয়, গোটা ভারতেই নেই।

Tallest Ganesha Idol: হাতে রয়েছে কলা, আখ, কাঁঠাল! বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি কোথায় আছে জানেন?
Image Credit source: X

Aug 28, 2025 | 3:58 PM

তিনি বিঘ্নহর্তা, দূর করেন সব বাধা বিপত্তি। তিনি সিদ্ধিদাতা, তাঁর আশির্বাদে দূর হয়ে যায় অর্থকষ্টে। ভারতের প্রায় সর্বত্র পূজিত হন গণেশ। বিশেষ করে মায়ানগরী মুম্বইয়ের গণেশ পুজো তো দেখার মতো। ইয়া বড় বড় মূর্তি, যা দেখলে মাথা নত হয়ে আসে ভক্তিতে। কলকাতার দুর্গাপুজোর মতোই মুম্বইতেও পাঁচদিন ধরে চলে গণেশ পুজো। তবে এত কিছু হলেও বিশ্বের সবচেয়ে বড় গণেশ মূর্তি কোথায় আছে জানেন? শুনলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে বড় গণেশ মূর্তি কেবল মুম্বই নয়, গোটা ভারতেই নেই।

সেটি আসলে রয়েছে ভারত থেকে বেশ কয়েক হাজার কিলোমিটার দূরে থাইল্যান্ডে। থাইল্যান্ডের চাচোয়েংসাও প্রদেশে রয়েছে খ্লং খুয়েন গণেশ ইন্টারন্যাশনাল পার্ক। সেখানেই স্থাপিত সিদ্ধিদাতার ১২৮ ফুট বা ৩৯ মিটার উঁচু বিশালাকার প্রতিমা। সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে নির্মিত এই মূর্তির শিল্পকর্ম দেখার মতো। পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয় দ্রষ্টব্য এই স্থান।

এই মূর্তিটি নির্মাণ সম্পূর্ণ হয় ২০১২ সালে। প্রায় চার বছর ধরে তৈরি করা হয় এই মূর্তি। রয়েছে ৮৫৪টি ব্রোঞ্জের খণ্ড, যার ওজন ১,০০০ টনেরও বেশি।

গণেশের প্রতি হাতে অস্ত্র একেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতীক।

কলা – আহার

আখ – আনন্দ

কাঁঠাল – সমৃদ্ধি

আম – জ্ঞান

এই গণেশ মূর্তিটি একটি ৪০,০০০ বর্গমিটার বিস্তৃত কমপ্লেক্সে অবস্থিত। যা থাইল্যান্ডের অন্যতম ধ্যান এবং সাংস্কৃতিক সমাবেশের কেন্দ্র হিসেবেও পরিচিত। বিশ্বাস, এই গণেশ মূর্তি প্রদেশকে রক্ষা করে এবং দর্শনার্থীদের সৌভাগ্য প্রদান করে। বর্তমানে আধ্যাত্মিক পর্যটনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই পার্ক।

কীভাবে যাবেন?

বিমানপথে: এখানে পৌঁছোনোর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর সুভর্ণভূমি বিমানবন্দর, ব্যাংকক। দিল্লি, মুম্বাই, চেন্নাই বা কলকাতার মতো মহানগরী থেকে ব্যাংককে সরাসরি ফ্লাইট রয়েছে। সময় লাগে প্রায় ৪–৫ ঘণ্টা।

সড়কপথে: ব্যাংকক থেকে চাচোয়েংসাও প্রদেশের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। দর্শনার্থীরা ট্যাক্সি, প্রাইভেট কার বা বাসে করে প্রায় দেড় থেকে দু’ঘণ্টায় খ্লং খুয়েন গণেশ ইন্টারন্যাশনাল পার্কে পৌঁছাতে পারেন।

রেলপথে: ব্যাংককের হুয়া লামফোং রেলওয়ে স্টেশন থেকে চাচোয়েংসাও জংশন পর্যন্ত লোকাল ট্রেন চলে। সেখান থেকে টুকটুক বা ট্যাক্সি নিয়ে সহজেই পার্কে পৌঁছানো যায়।