US President Election: প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে জোর টক্কর দিতে চলেছেন ট্রাম্প? কী বলছে জনমত সমীক্ষা রিপোর্ট?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 12, 2023 | 2:31 PM

Donald Trump: আগামী বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেই বিজয়ের ইঙ্গিত দেখছেন প্রাক্তন রাষ্ট্রপতি। বিভিন্ন জনমত সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের উপরই আস্থা রাখছেন মার্কিনীরা।

US President Election: প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে জোর টক্কর দিতে চলেছেন ট্রাম্প? কী বলছে জনমত সমীক্ষা রিপোর্ট?
প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিপরীতে ট্রাম্প।

Follow Us

ওয়াশিংটন: আগামী বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেই বিজয়ের ইঙ্গিত দেখছেন প্রাক্তন রাষ্ট্রপতি। বিভিন্ন জনমত সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের উপরই আস্থা রাখছেন মার্কিনীরা। স্বাভাবিকভাবেই ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প।

সম্প্রতি প্রকাশ্যে আসা এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে প্রায় ৬১ শতাংশ ভোট পড়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে। অন্যান্য সমীক্ষাগুলিতেও দুজনের মধ্যে বড় ব্যবধানের ইঙ্গিত স্পষ্ট।

ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় বংশোদ্ভুত বিবেক রামস্বামী, ফ্লোরিডার প্রাক্তন গভর্নর রন ডিস্যান্টিস, দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গর্ভনর নিকি হ্যালি এবং নিউ জার্সির প্রাক্তন গভর্নর ক্রিস ক্রিস্টিই। সমীক্ষায় দেখা যাচ্ছে, রামস্বামী পেতে পারেন ৫ শতাংশ ভোট, ডিস্যান্টিস এবং হ্যালি পেতে পারেন ১১ শতাংশ করে ভোট আর ক্রিস্টির ঝুলিতে মাত্র ২ শতাংশ ভোট। অর্থাৎ এঁরা ট্রাম্পের ধারে-কাছেও নেই।

যদিও প্রেসিডেন্ট থাকাকালীন কম বিতর্কে জড়াননি ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। মহিলা, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে নির্বাচনে প্রভাব খাটানো, আর্থিক জালিয়াতি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যা নিয়ে মার্কিন আদালতে মামলাও চলছে। কিন্তু, মার্কিনীরা যে এগুলিতে গুরুত্ব দিচ্ছে না, তা এই জনমত সমীক্ষাতেই স্পষ্ট।

Next Article