ফ্লোরিডা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সাজাপ্রাপ্ত ঘোষণা হওয়ার পর রেস্টুরেন্টের সামনে দাঁড়াতেই সেখানে ভিড় জমিয়েছিলেন পথচলতি বহু মানুষ। তাঁদের সকলকে খাবার খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Ex US President)। কিন্তু, তাঁর সেই প্রতিশ্রুতি-ই সার! কোনও গ্রাহকের খাবার খাওয়া বা বিল মেটানো পর্যন্ত অপেক্ষা করেননি প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিশিষ্ট শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প। ফলে সকলকে খালি হাতেই ফিরতে হয়েছে। যা নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়লেন ট্রাম্প।
ঠিক কী ঘটেছিল?
নথি আটকানোর অভিযোগে গত মঙ্গলবার ফ্লোরিডার মিয়ামি আদালতে দোষী সাব্যস্ত হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর মিয়ামি আদালত থেকে ফেরার পথে লিটল হাভানায় কিউবান রেস্তোরাঁর সামনে দাঁড়ান ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্ট রেস্টুরেন্টের সামনে দাঁড়াতেই তাঁকে ঘিরে সেখানে পথচলতি মানুষের ভিড় জমে যায়। তখন চিৎকার করে ‘প্রত্যেকের জন্য খাবার’ বলে ঘোষণা করেন ট্রাম্প। তাঁর এহেন ঘোষণায় সকলেই আশা করেছিলেন, হয়তো কিউবান রেস্টুরেন্ট চত্বরে উপস্থিত সকলকে খাবার খাওয়াবেন প্রাক্তন প্রেসি়ডেন্ট। কিন্তু, সকলের আশা-ই ভুল ছিল।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ডোনাল্ড ট্রাম্প কিউবান রেস্টুরেন্টে মাত্র ১০ মিনিট ছিলেন। কারও খাবারের অর্ডার দেওয়া বা কারও খাবারের বিল তাঁর হাতে আসা পর্যন্ত অপেক্ষা করেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তিনি নিজেও ওই রেস্টুরেন্টে কোনও খাবার খাননি। ব্যক্তিগত বিমানের ম্যাক ডোনাল্ডস-এর খাবার গ্রহণ করেছেন ট্রাম্প।
প্রাক্তন প্রেসিডেন্টের এহেন আচরণে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি কিউবান রেস্টুরেন্ট। তবে এই ঘটনায় নেটিজেনদের কটাক্ষে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনেকেই লিখেছেন, ‘ট্রাম্প সমর্থকদের খালি হাতেই ফিরতে হয়েছে।’