Pahalgam Attack: পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Pahalgam Attack: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তুলসী গ্যাবার্ডও। সন্ত্রাস দমনে ভারতকে সাহায্য করার কথা বলেন তিনি। মার্কিন বিদেশ মন্ত্রকও ভারতের পদক্ষেপে সমর্থন জানিয়েছে।

ওয়াশিংটন: পহেলগাঁও হামলার পর ভারত যে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে, তাতে আগেই পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘আমরা ভারতের পাশে আছি।’ এবার সেই হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে বসে পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানই সমস্যার সমাধান করবে।”
ট্রাম্প আরও বলেছেন, “আমি ভারতের খুব ঘনিষ্ঠ, পাকিস্তানেরও ঘনিষ্ঠ। অনেকেই জানেন কাশ্মীর নিয়ে বহু বছর ধরে সমস্য়া চলছে। তবে এই ঘটনা অত্যন্ত খারাপ।” তাঁর মতে, কাশ্মীরের সীমান্তের সমস্যা দীর্ঘদিনের হলেও তাঁর বিশ্বাস দুই দেশ একটা পথ বের করবেই।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই কথোপকথনেও জঙ্গি হামলার কড়া নিন্দা করে ট্রাম্প ভারতকে সমর্থন করার কথা বলেছেন।
এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তুলসী গ্যাবার্ডও। সন্ত্রাস দমনে ভারতকে সাহায্য করার কথা বলেন তিনি। মার্কিন বিদেশ মন্ত্রকও ভারতের পদক্ষেপে সমর্থন জানিয়েছে।
এদিকে, পাকিস্তান নিয়ে নতুন অ্যাডভাইজারি জারি করেছে রাশিয়া। রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ দিয়েছে ক্রেমলিন। ‘এখনই পাকিস্তান যাবেন না’, ভারতের পাশে দাঁড়িয়ে এবার নিজের দেশের নাগরিকদের এমনই পরামর্শ দিয়েছে পাকিস্তানের রুশ দূতাবাস।
