ওয়াশিংটন: দায়িত্ব নেওয়ার আগেই ভয়ংকর ঘোষণা করলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে জন্ম নিলেও মিলবে না সেই দেশের নাগরিকত্ব। রবিবার NBC-এর ‘মিট দ্য প্রেস’-এর সঙ্গে একটি সাক্ষাতকারে এমন কথাই জানিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, যে সব অভিবাসীদের সম্পর্কে কোনও নথি সরকারের কাছে নেই তাঁদের আমেরিকা থেকে বহিষ্কার করা হবে। এমনকি তাঁদের সন্তানরা সেই দেশে জন্মালেও আর আমেরিকার নাগরিকত্ব পাবেন না।
যাঁদের নথি নেই সেই অভিবাসীদের কি আমেরিকা থেকে বিতারিত করা হবে? এই বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলেই তিনি বলেন, “এটা করতেই হবে।” ট্রাম্প আরও বলেন, “আমরা অপরাধীদের দিয়ে শুরু করেছি, এই কাজ আমাদের করতেই হবে।” নথিবিহীন অভিবাসীদের চিহ্নিত করে তাঁদের আমেরিকা থেকে বহিষ্কার করা যে সহজ কাজ নয়, তাও মেনে নিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট।
এমনকি আমেরিকাতে জন্মালেই জন্মগত নাগরিকত্ব পাওয়ার অধিকার বন্ধ করতে চান ট্রাম্প। জন্মগত নাগরিকত্বের অধিকারকে ‘রিডিকিউলাস’ বলেও অভিহিত করেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্বের অধিকার খর্ব করতে হলে সংবিধানকে সংশোধনের প্রয়োজন বলে জানান তিনি। তাঁর দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম দিনেই নাগরিকত্বের বিষয়টি নিয়ে পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “এই প্রথা আমাদের শেষ করতেই হবে।”
প্রসঙ্গত, অভিবাসী এবং নাগরিকত্বের সমস্যা নিয়ে প্রথম দিন থেকেই আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প। ভোটের ইস্তেহারেও একই কথা উল্লেখ করেছিলেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্বের অবসান ঘটানো এবং অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে বদ্ধ পরিকর ট্রাম্প। যদিও ছোটবেলাতেই যারা অভিবাসী হিসাবে এসে আমেরিকাতে আশ্রয় নিয়েছেন, ট্রাম্পের কথায় যাঁরা নাগরিকত্ব পাওয়ার ‘স্বপ্ন’ দেখছেন তাঁদের সমস্যা কী ভাবে সমাধান করা যায় তা আলোচনা সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি। আইনি কোনও সমাধান পাওয়া যায় কিনা তা নিয়েও ডেমোক্র্যাটের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি।
ভারতীয়দের উপর কী প্রভাব পড়বে?
পিউ রিসার্চের ২০২২ সালের মার্কিন আদমশুমারির বিশ্লেষণ অনুসারে, প্রায় ৪৮ লক্ষ ভারতীয়-আমেরিকান বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। এঁদের মধ্যেন ৩৪ শতাংশ অর্থাৎ প্রায় ১৬ লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছেন আমেরিকায়। বর্তমান আইন অনুসারে সাধারণ ভাবেই তাঁদের আমেরিকার নাগরিকত্ব পাওয়া উচিত। ফলে ট্রাম্পের নতুন আইন কার্যকর হলে তার প্রভাব সরাসরি পড়বে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের উপরেও।
প্রধানর যাঁদের বাবা-মায়ের আমেরিকার নাগরিকত্ব বা গ্রিন কার্ড কোনওটাই নেই তাঁদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে। জন্মগত নাগরিকত্বের অধিকার আইন বিলুপ্ত হলে এই ব্যক্তিরা আর আমেরিকার নাগরিকত্বের জন্য যোগ্য বলে গণ্য হবেন না।