Trump-Putin: ২ ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, এবার কি আসবে যুদ্ধ থামার খবর!
Trump-Putin: যুদ্ধ শেষ করতে আলোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেছেন তিনি। রাশিয়া ও ইউক্রেন সরাসরি কথা বলবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন: অবিলম্বে যুদ্ধবিরতির পথে হাঁটবে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘণ্টার কথোপকথন শেষে সোশ্যাল মিডিয়ায় এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Truth নামক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এমন দাবি করেন তিনি।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত না হলেও আলোচনার পথে হাঁটতে রাজি হয়েছে দুই দেশ। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর খুব সদর্থক আলোচনা হয়েছে। যুদ্ধ শেষ করতে আলোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেছেন তিনি। রাশিয়া ও ইউক্রেন সরাসরি কথা বলবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
তবে শুধুমাত্র পুতিনের সঙ্গে কথা বলেই কাজ শেষ করেননি ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউরোপিয়ান কমিশনের চিফ উরসুলা ভন দের লিয়েন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চান্সেলর ফ্রেডরিক মার্জ ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও কথা বলেছেন তিনি। প্রত্যেককেই ট্রাম্প জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবে।
এদিকে, ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে তাঁর কথোপকথন সদর্থক হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত সপ্তাহে ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রথম এই বিষয়ে কথা হয়েছে। তবে ট্রাম্প যে মস্কো ও কিভের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
