AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel War Tension: ‘তেহরান খালি করুন’, বার্তা দিয়েই তড়িঘড়ি G7 ছাড়ছেন ট্রাম্প, কী হচ্ছে মধ্যপ্রাচ্যে?

Iran-Israel War Tension: কানাডায় যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত থাকছেন G7-এর অধীন সব দেশের রাষ্ট্রনেতারা। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে কাটছাঁট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

Iran-Israel War Tension: 'তেহরান খালি করুন', বার্তা দিয়েই তড়িঘড়ি G7 ছাড়ছেন ট্রাম্প, কী হচ্ছে মধ্যপ্রাচ্যে?
Image Credit: PTI
| Updated on: Jun 17, 2025 | 10:14 AM
Share

ওয়াশিংটন: দুই পক্ষের মিসাইল হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বার্তায় বেড়েছে জল্পনা। যত দ্রুত সম্ভব তেহরান খালি করে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে আবারও বার্তা দিয়েছেন, যাতে ইরান কোনওভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইরানের রাজধানী থেকে সবাইকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, “ইরানের চুক্তিতে স্বাক্ষর করা উচিৎ ছিল। যা ঘটছে, তা লজ্জার। মানুষের প্রাণহানি হচ্ছে। আমি শুধু বলব, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে না। আমি এটা বারবার বলছি। সবাই দ্রুত তেহরান ছাড়ুন।”

হোয়াইট হাউস সূত্রে খবর, তেহরান ছাড়ার বার্তা দিয়ে আদতে ট্রাম্প কূটনৈতিক পথে আনার চেষ্টা করছেন ইরানকে। ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের সরকারি সংবাদমাধ্যমের দফতরে হয় এয়ারস্ট্রাইক।

এদিকে ট্রাম্প এমন বিবৃতি দেওয়ার পরই শোনা যাচ্ছে G7 সম্মেলন ছেড়ে দ্রুত বেরিয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডায় যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত থাকছেন G7-এর অধীন সব দেশের রাষ্ট্রনেতারা। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে কাটছাঁট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্রের খবর ট্রাম্প বলেছেন, ‘বিশেষ কারণে আমাকে দ্রুত ফিরতে হবে।’ শুধু তাই নয়, ওয়াশিংটনে ফিরেই আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

ট্রাম্প এর আগেও অনেকবার বলেছেন যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে এবার তেহরান থেকে সরে যাওয়ার যে বার্তা দিয়েছেন তাতে নিতে বলেছেন, তারপর জল্পনা বেড়েছে যে তেহরানের উপর কি কোনও বড় হামলার পরিকল্পনা করা হচ্ছে?