Trump-Putin Meeting: ট্রাম্পের থেকেও এক কাঠি উপরে! ইউক্রেনের যুদ্ধ থামাতে অন্য ‘ডিল’ রেডি রেখেছেন পুতিন?

Russia-Ukraine War: আজকের আলাস্কা বৈঠকের আগে তীব্র স্নায়ুর চাপের লড়াই চলছে ট্রাম্প-পুতিনের মধ্যে। ৬ বছর পর মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও পুতিন।

Trump-Putin Meeting: ট্রাম্পের থেকেও এক কাঠি উপরে! ইউক্রেনের যুদ্ধ থামাতে অন্য ডিল রেডি রেখেছেন পুতিন?
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 15, 2025 | 1:11 PM

আলাস্কা: মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিন। আলাস্কায় বৈঠকে বসছেন দুই রাষ্ট্রপ্রধান।  আজ আলাস্কার এই বৈঠকে নয়া পরমাণু চুক্তি করতে পারে আমেরিকা-রাশিয়ার মধ্যে।

শোনা যাচ্ছে, ইউক্রেনের যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপের মুখে পালটা পরমাণু চুক্তি চাইতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন। একইসঙ্গে রাশিয়ার উপরে চাপানো একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাবেন পুতিন।

২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভের মধ্যে শেষ পরমাণু চুক্তি হয়েছিল। চুক্তিতে স্থির হয়েছিল, দুই দেশই ১৫৫০-এর বেশি পরমাণু বোমা রাখতে পারবে না। ৭০০-র বেশি মিসাইল রাখতে পারবে না।

২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পুরনো চুক্তির মেয়াদ শেষ হয়। এরপরে আর রাশিয়া-আমেরিকার মধ্যে চুক্তি হয়নি নতুন করে। আজকের আলাস্কা বৈঠকের আগে তীব্র স্নায়ুর চাপের লড়াই চলছে ট্রাম্প-পুতিনের মধ্যে। ৬ বছর পর মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও পুতিন।

বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন,  ‘আমার সামনে পুতিনের কোনও কারসাজি চলবে না’। বৈঠক কতটা সফল হবে সে বিষয়ে সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট নিজেও। তার বক্তব্য, মাত্র ২৫ শতাংশ সুযোগ রয়েছে আজকের বৈঠক সফল হওয়ার।

আজকের বৈঠক যদি সদর্থক হয়, তবে পরের বৈঠকে ডাক পেতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্লেখ্য, আজকের বৈঠকে এখনও ডাক পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অথচ আজকের বৈঠকেই ইউক্রেনের ভবিষ্যৎ ঠিক হবে। ঠিক হবে রাশিয়া ইউক্রেনে দখল থামাবে কি না, সংঘর্ষবিরতি হবে কি না।

২০২২ সাল থেকে পুরোদমে চলছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। গত জানুয়ারিতে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর।