
বার্লিন: কেমন হবে ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা? থাকবে জওয়ান নাকি সবটাই করবে রোবট? যুদ্ধ হবে মাটিতে নাকি মহাকাশে? বৃহস্পতিবার সেই সকল প্রসঙ্গেই জার্মানির স্টুগার্টে আয়োজিত টিভি৯ নেটওয়ার্কের নিউজ৯ গ্লোবাল সামিটে আলোচনা করলেন ডক্টর বিবেক লাল। তিনি জেনারেল অ্যাটোমিকস গ্লোবাল কর্পোরেশনের কার্যনির্বাহী কর্তা।
এদিন বিবেক বাবু বলেন, ‘বিশ্বের আন্তর্জাতিক রাজনীতি নিজের রূপ বদলাচ্ছে। রূপ বদলাচ্ছে প্রতিরক্ষা দফতর। এখন আর আগের মতো সেখানে অবস্থা নেই। মহাকাশ, সাইবার স্পেস, সবেতেই ঢুকে পড়ছে প্রতিরক্ষা প্রসঙ্গ। আর এই আবহে আমাদের নিজেদের বদলাতে হবে। প্রতিরক্ষা কোনও প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, বরং পারস্পরিক সমন্বয় তৈরির জায়গা।’
একটি দেশ, প্রতিষ্ঠান কোনও সুরক্ষিত থাকে? ওয়াকিবহাল মহল বলছে, তাঁর ভিতকে সুরক্ষিত করা গেলেই সেই প্রতিষ্ঠান বা দেশকে সুরক্ষিত রাখা সম্ভব। আর এই একই মন্তব্য বিবেক লালেরও। তিনি বললেন, ‘সিক্যিউরিটি হবে ভিত’। এর বাইরে কোনও কিছুই যায় আসে না বলেই মত তাঁর। নিজের ভাষণ পর্বে বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের প্রতিরক্ষার গতিপ্রকৃতি বদলের জন্য অনুরোধ করেন তিনি। বলেন, একটি দেশের প্রতিটা স্তরকে সুরক্ষিত করতে হবে। সুরক্ষিত করতে হবে প্রযুক্তি মাধ্যমকে। কারণ সেটাই ভিত। সেটাই দেশের নিরাপত্তাও বজায় রাখবে বলেই মত তাঁর।
এদিন সীমান্তে চলা সন্ত্রাস, হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তকে নিরাপদ করতে, প্রতিরক্ষার বাস্তুতন্ত্রকে অবশ্যই সার্বভৌম রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলিকে প্রোটোকল বুঝিয়ে দিতে হবে। প্রতিরক্ষার মাধ্যমে এমন ক্ষমতা তৈরি করতে হবে, যা বিশ্বের সব দেশকে একত্রিত করবে।’