
তুরস্ক : হাজার হাজার মৃত্যুর ঘা এখনও দগদগে। আপনজনকে হারানোর শোকে এখনও স্তব্ধ দুই দেশ। তারই মধ্যে ফের কেঁপে উঠল তুরস্ক ও সিরিয়া। সোমবার দুই দেশেই ফের কম্পন অনুভূত হয়। একবার নয়, পরপর দুবার। সীমান্তবর্তী এলাকায় কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। প্রথমে যে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৩। ঘণ্টাখানের মধ্যে আবারও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয়বার ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। মাত্র ২ সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশ। তার মধ্যে সোমবার ফের ভূমিকম্পের জেরে আরও বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিন প্রথমে যে কম্পন অনুভূত হয়, তার উৎসস্থল ছিল দুই দেশের সীমান্তে। উৎসস্থলের গভীরতা ছিল ২ কিলোমিটার। আর ৫.৮ মাত্রার ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ হাতায় প্রদেশের সামানদাগে।
A magnitude 6.3 earthquake at a depth of two km (1.2 miles) struck the Turkey-Syria border region, the European Mediterranean Seismological Centre (EMSC) said: Reuters
— ANI (@ANI) February 20, 2023
#UPDATE | Turkish disaster agency reports another 5.8 magnitude earthquake in Samandag in southern Hatay province, 2 weeks after major quakes hit region, reports Turkey’s Anadolu news agency
— ANI (@ANI) February 20, 2023
এদিন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই দেশের বাসিন্দাদের মধ্যে। তুরস্কের এক বাসিন্দা বলেন, ‘মনে হল যেন আমার পায়ের তলার মাটিটা দু ভাগ হয়ে যাবে।’ তাঁর কোলে তখন কেঁদে ফেলেন তাঁর ৭ বছরের ছেলে। কম্পনের সঙ্গে সঙ্গে এদিন প্রস্তুত হয়ে যায় উদ্ধারকারী দল। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর হয় তারা। চারপাশে ধ্বংসস্তূপ এখনও সরান সম্ভব হয়নি, তার মধ্যে আচমকা কম্পনে মৃত্য়ুভয়ে কাঁপতে শুরু করেন অনেকেই।