Chile Earthquake: সাত সকালে ৭.৩ মাত্রার জোরালো ভূমিকম্প! কাঁপল তিন দেশ

Jul 19, 2024 | 8:06 AM

জোরালো ভূমিকম্পে কাঁপল চিলি। উত্তর চিলির ত্রিপল সীমান্তের কাছে, আন্তোফাগাস্তা শহরে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনা - তিন দেশেই কম-বেশি অনুভূত হয়েছে কম্পন। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Chile Earthquake: সাত সকালে ৭.৩ মাত্রার জোরালো ভূমিকম্প! কাঁপল তিন দেশ
উত্তর চিলির আন্তোফাগাস্তায় জোরালো ভূমিকম্প
Image Credit source: TV9 Bangla

Follow Us

সান্তিয়াগো: জোরালো ভূমিকম্পে কাঁপল চিলি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার (১৯ জুলাই) ভোরে, উত্তর চিলির ত্রিপল সীমান্তের কাছে, আন্তোফাগাস্তা শহরে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা। চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনা – এই তিন দেশের সীমান্ত রয়েছে ওই এলাকায়। তিন দেশেই কম-বেশি অনুভূত হয়েছে কম্পন। দক্ষিণ পেরুতেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, মাটি থেকে ১৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। মাটির এত নীচে ভূমিকম্প সৃষ্টি হলে, সাধারণত ভূপৃষ্ঠে ততটা প্রভাব পড়ে না। তবে, এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Next Article