Fuel Price hike: ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং! তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে এমন হতে পারে, ভাবতে পারেননি দুই ব্যক্তি…
Fuel Price: জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির বয়সই ৭০ বছরের কাছাকাছি। দেশের দুই পৃথক স্থানে একজন কেরোসিন ও একজন পেট্রোল কেনার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন মৃত্যুর কোল ঢলে পড়েন
কলোম্বো: করোনা মহামারি প্রতিটা দেশের ওপরই কম বেশি প্রভাব ফেলেছে। বিশ্ব অর্থনীতি করোনা ভাইরাসের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি। সকলেই এখনও পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাওয়ার চেষ্টা করছে। তবে পরিস্থিতি সামাল দিতে পারেনি ভারতে প্রতিবেশি দেশ শ্রীলঙ্কা। এই দেশের আর্থিক পরিস্থিতি ক্রমশই খারাপ হওয়ার দিকে। ভারতের জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতে অনেক কমেই পেট্রোল-ডিজেল মিলত। তবে হঠাৎ করেই সেই দাম বাড়তে শুরু করেছে। রবিবার শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, দুটি পৃথক তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে দুই ব্যক্তির মর্মান্তিক পরিণতি হয়েছে। দুজনেই প্রথমে অসুস্থ হয়ে পড়েন এবং পড়ে মারা যান। শ্রীলঙ্কাতে আকাশছোঁয়া জ্বালানি তেলের দাম, মুদ্রাস্ফীতি ক্রমশই দেশের আর্থিক অবস্থাকে গ্রাস করছে, তার মধ্যেই এই খবর সামনে এসেছে।
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির বয়সই ৭০ বছরের কাছাকাছি। দেশের দুই পৃথক স্থানে একজন কেরোসিন ও একজন পেট্রোল কেনার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন মৃত্যুর কোল ঢলে পড়েন, কলোম্বোতে এমনাই জানিয়েছেন পুলিশের মুখপাত্র নলিন থালডুয়া। বেশ কিছুদিন ধরেই এই ছোট দেশে জ্বালানির সঙ্কট বেড়েছে। জ্বালানির সঙ্কটের কারণে দেশে লোডশেডিংও মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা তেল কেনার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। থালডুয়া জানিয়েছেন, “মৃত ২ ব্যক্তির মধ্যে একজন গাড়ি চালক রয়েছেন। ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মধুমেহ রোগ ও হার্টের সমস্যা ছিল। দ্বিতীয় ব্যক্তির বয়স ৭২ বছরের কাছাকাছি। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে তেল নেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা।”
রবিবার, মজুত রাখা ক্রুড ওয়েল শেষ হয়ে যাওয়ার কারণে শ্রীলঙ্কার একমাত্র তৈল সংশোধনাগারের যাবতীয় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক রানওয়ালা এমনটাই জানিয়েছেন। শক্তি মন্ত্রক এই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে বলেই খবর। এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ার পর থেকে যে সব পরিবারের রোজগার কম, তারা কেরোসিনের ওপরই অনেক বেশি নির্ভর করছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম এলপিজি সিলিন্ডার প্রস্তুতকারী সংস্থায় সিলিন্ডার পিছু ১ হাজার ৩৫৯ টাকা দাম বাড়িয়েছে।
আরও পড়ুন Pakistan Crisis: কুর্সি হারানো সময়ের অপেক্ষা! ইমরান খানকে এটা কী বললেন পাকিস্তানের সেনা প্রধান?