Egg, Chicken Price: ২৫-৩০ টাকায় একটি ডিম, চিকেনের দাম প্রায় হাজারের কোটায়; পাকিস্তানে খাদ্যসংকট চরমে

লিটার প্রতি দুধের দাম প্রায় ২০০ টাকা। আবার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অন্যতম আলুরও কেজি প্রতি দাম ৬০ টাকা ছাড়িয়েছে।

Egg, Chicken Price: ২৫-৩০ টাকায় একটি ডিম, চিকেনের দাম প্রায় হাজারের কোটায়; পাকিস্তানে খাদ্যসংকট চরমে
পাকিস্তানে ডিম ও চিকেনের দাম তুঙ্গে।

| Edited By: Sukla Bhattacharjee

Feb 21, 2023 | 6:15 AM

করাচি: মানুষ খাবে কী! পাকিস্তানে (Pakistan) গম, দুধ, চিকেনের দাম আগেই আকাশছোঁয়া হয়েছিল। গম, দুধের জন্য পাকিস্তানের বাসিন্দাদের হাহাকারের ছবির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ধরা পড়েছে। এবার এগুলির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দামও। এক-একটি ডিমের দাম উঠেছে ২৫ টাকা থেকে ৩০ টাকায়। শুনতে অবিশ্বাস্য লাগলও বাস্তবে এমনই করুণ অবস্থা পাক জনগণের। ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানে চিকেনের পর এবার ডিমের দামও আকাশছোঁয়া হয়েছে। কোথাও ডজন প্রতি ডিমের দাম ২৬০ টাকা, কোথাও ৩৩০ টাকা তো কোথাও ৫০০ টাকা ছাড়িয়েছে। ফলে মাথায় হাত পড়েছে সাধারণ জনগণের। ফলে এক-একটি ডিমের দাম কোথাও ২৫ টাকা, কোথাও ৩০ টাকা তো কোথাও ৪১ টাকা দরে বিকোচ্ছে।

সুষম খাদ্যের মধ্যে একটি হল, ডিম। সেই ৫-৬ টাকার ডিমের দাম এখন গগনচুম্বী হওয়ায় সাধারণ জনগণ খাবে কী! তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কেবল ডিমের দাম নয়, একইভাবে ক্রমাগত ঊর্ধ্বমুখী চিকেনের দামও। বর্তমানে করাচি সহ পাকিস্তানের বিভিন্ন শহরে চিকেনের দাম ৭০০ টাকা থেকে ১ হাজার টাকা ছুঁয়েছে। বলা যায়, পোলট্রিজাত সমস্ত খাদ্যপণ্যের দামই গগনচুম্বী।

অন্যদিকে, সুষম খাদ্য হিসাবে পরিচিত দুধের দামও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। বর্তমানে পাকিস্তানে লিটার প্রতি দুধের দাম প্রায় ২০০ টাকা। আবার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অন্যতম আলুরও কেজি প্রতি দাম ৬০ টাকা ছাড়িয়েছে। এদিকে, মুদ্রাস্ফীতির জেরে জনগণের পকেটেও টান পড়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে, ততই পাকিস্তানে খাদ্য সংকট চরমে উঠছে।

কেবল খাদ্যসামগ্রী নয়, জ্বালানির দামও অতিরিক্ত বেড়েছে। বলা ভাল, জ্বালানি সংকট দেখা দিয়েছে। প্লাস্টিকে ভরে রান্নার গ্যাস বিক্রির ছবি আগেই ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার জ্বালানি সংকটে যান চলাচলেও রাশ পড়েছে। সবমিলিয়ে, পাকিস্তানে খাদ্য সংকট, জ্বালানি সংকট তীব্রতর হয়ে উঠছে।