মিশর: নিজের ছেলেকে কেটে তার মাংস রান্না করে খাওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে মিশরে। ছেলেকে খুন করে মাংস খাওয়ায় অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা চলছে আদালতে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম হানা মহামেদ হাসান। ২৯ বছরের এই মহিলার বিরুদ্ধেই উঠেছে ছেলেকে খুনের অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলা নিজের ৫ বছরের ছেলের মাথায় প্রথমে তিন বার আঘাত করে। সেই আঘাতে জ্ঞান হারালে ধারালো ছুরি দিয়ে ছেলের দেহ থেকে মাথা কেটে আলাদা করে নেয়। ছেলের দেহ থেকে তার পর মাংস কেটে ওই মহিলা রান্না করে বলে অভিযোগ। বাকি দেহ তিনি মাটিতে পুঁতে ফেলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তার আগেই গ্রেফতার হয়ে যান অভিযুক্ত।
ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানিয়েছে, ছেলেকে কেটে তার মাংস প্রথমে গরম জলে সিদ্ধ করে ওই মহিলা। তার পর তা রান্না করে খায় বলে অভিযোগ। মৃত বাচ্চার কাকা প্রথমে ডাস্টবিনে মানুষের দেহাংশ দেখেছিলেন। তা দেখে সন্দেহ হয় তার। এর পরই ছেলেকে খুন করার ঘটনা সামনে আসে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ নয়। সে কোনও ওষুধও খায় না। প্রাক্তন স্বামীর থেকে ছেলেকে সরাতেই এই কাজ ওই মহিলা করেছে বলে অভিযোগ। এক প্রকার প্রতিহিংসার বশবর্তী হয়েই এই কাজ করেছে সে। যদিও আদালতে আত্মপক্ষ সমর্থনে সে জানিয়েছে, ছেলেকে সারাজীবন নিজের সঙ্গে রাখতেই এই কাজ করেছে সে। যদিও ওই মহিলার এই যুক্তি ধোপে টেঁকেনি আদালতে। মিশরের আদালত দোষী সাব্যস্ত করেছে ওই মহিলাকে। শীঘ্রই তার সাজা ঘোষণা করা হবে।