Explained: ইউনূসের সরকার ফেলে বাংলাদেশে ক্ষমতা দখল করবে ‘বিপ্লবী সরকার’?

Bangladesh Update: বাংলাদেশের উপর দিয়ে যখন ঝড় বয়ে যাচ্ছে ইউনূস তখন বিদেশের মাটিতে। তবে কী ঘটছে, কেন ঘটছে, সবটাই জানতেন তিনি। প্রতিটি বিষয়ে ছিলেন অবগত। জাতীয় নাগরিক পার্টি তৈরির পর নাহিদ ইসলাম বলেছিলেন, ৪ঠা অগস্ট অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের আগের দিন রাতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছিল তাঁর।

Explained: ইউনূসের সরকার ফেলে বাংলাদেশে ক্ষমতা দখল করবে বিপ্লবী সরকার?
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র

|

Dec 30, 2025 | 10:06 AM

কলকাতা: ইউনূস কি খাল কেটে কুমির আনলেন? নব্বইয়ের দশকে আফগানিস্তান নিয়ে আমেরিকা-রাশিয়ার দড়ি টানাটানি রুখতে পাকিস্তানের হাতে তৈরি হয়েছিল তালিবান গোষ্ঠী। এখন সেই তালিবানরাই সরকার তৈরি করে অসিম মুনির তথা পাকিস্তানের গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে। তবে এই বৃত্তটা পূর্ণ হতে সময় লেগেছে কয়েক দশক। কিন্তু বাংলাদেশে তা কি দেড় বছরেই পূর্ণ হতে চলেছে? ‘স্বচ্ছ’ ভাবমূর্তির জন্য বাংলাদেশের গদিতে মুহাম্মদ ইউনূসকে যাঁরা বসিয়েছিলেন, এবার তাঁদের হাতেই ভবলীলা সাঙ্গ হবে প্রধান উপদেষ্টার? বাংলাদেশের আকাশে এখন পাক খাচ্ছে এই কথা গুলো। দাবি উঠেছে আরও একটি সরকার তৈরির। নতুন সরকার! বিপ্লবীদের সরকার! এলেন ইউনূস বাংলাদেশের উপর দিয়ে যখন ঝড় বয়ে যাচ্ছে ইউনূস তখন বিদেশের মাটিতে। তবে কী ঘটছে, কেন ঘটছে, সবটাই জানতেন তিনি। প্রতিটি বিষয়ে ছিলেন অবগত। জাতীয় নাগরিক পার্টি তৈরির পর নাহিদ ইসলাম বলেছিলেন, ৪ঠা অগস্ট অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের আগের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন