Video: মোবাইলেই ব্যস্ত, লিফটে উঠে প্রায় কাটাই যাচ্ছিল মাথা, বাঁচলেন বরাত জোরে

Elevator almost chops off man's head: মোবাইল হাতে লিফট থেকে নামতে গিয়ে আরেকটু হলেই কাটা পড়ছিল মাথা। কীকরে বাঁচলেন? দেখুন ভিডিয়ো।

Video: মোবাইলেই ব্যস্ত, লিফটে উঠে প্রায় কাটাই যাচ্ছিল মাথা, বাঁচলেন বরাত জোরে
লিফ্টে জীবন বিপন্ন হওয়ার জোগাড়

| Edited By: অংশুমান গোস্বামী

Oct 11, 2022 | 12:58 PM

মস্কো: লিফটে ঢোকা বা বের হওয়ার সময়, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন? যদি থাকেন, তবে কিন্তু ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। লিফট থেকে নামার সময়, সামান্য অমনোযোগের কারণে প্রায় গর্দান যেতে বসেছিল এক ব্যক্তির। অমনোযোগের কারণে মাথাটাই খোয়াতে বসেছিলেন তিনি। বেঁচে গেলেন অল্পের জন্য। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলে মাথার চুল খাঁড়া হয়ে যাবে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ক্রাসনোদা শহরে।

কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে? দেখা যাচ্ছে যে, কালো টিশার্ট পরা এক ব্যক্তি একটি লিফটে উঠতে যাচ্ছেন। লিফটটি এসে থামার পর, ওই ব্যক্তি লিফটে উঠে যান। লিফটে আরেক ব্যক্তি ছিলেন। তিনি ওই ফ্লোরে নামতে যান। তবে, ওই ব্যক্তি ডুবে ছিলেন তাঁর মোবাইল ফোনের স্ক্রিনে। তিনি মোবাইল দেখতে দেখতেই লিফটের দরজা দিয়ে বের হতে যান। একটি পা লিফটের বাইরে রাখার সঙ্গে সঙ্গে, লিফটের দরজাটি খোলা রেখেই লিফটি চলতে শুরু করে।

প্রাথমিকভাবে ওই ব্যক্তি দুই হাত দিয়ে দরজা আটকে রাখেন। তবে, লিফটটি উপরে উঠতে শুরু করার সঙ্গে সঙ্গে তিনি ফের লিফটের ভিতরে ঢুকে যেতে বাধ্য হন। আর তাতেই অল্পের জন্য বেঁচে যান তিনি। আরেকটু হলেই লিফট এবং তলের ফাঁকে মাথা আটকে তার গর্দান চলে যেতে পারত।


স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা জানিয়েছে, যে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটার কয়েক সপ্তাহ আগে থেকেই লিফটটি কাঁপছিল। তারা অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্বল নিরাপত্তা মানের জন্য রাশিয়ার এমনিতেই কুখ্যাতি রয়েছে। আসলে, এই দেশের অধিকাংশ অ্যাপার্টমেন্ট ব্লকই সোভিয়েত যুগে তৈরি। তারপর থেকে পরিকাঠামোর কোনও উন্নয়ন ঘটানো হয়নি।

কয়েকদিন আগেই যুক্তরাজ্যের এক অফিসের লিফটে সারা রাত ধরে আটকে ছিলেন এক ব্যক্তি। আজিজুল রাইহান নামে ওই ব্যক্তি পোর্টসমাউথের ভিক্টোরি বিজনেস সেন্টারের লিফটে আটকে গিয়েছিলেন। রাত প্রায় পৌনে এগারোটায় তিনি লিফটে আটকে গিয়েছিলেন। লিফটের ভিতর প্রায় সাত ঘণ্টা আটকেছিলেন সারারাত।