
ওয়াশিংটন: বন্ধুত্বের খাতিরে ট্রাম্পের নির্বাচনী প্রচারে এসেছিলেন ইলন মাস্ক। ঢেলেছিলেন বিপুল টাকা। সেই বন্ধুত্বের প্রতিদান দিয়েছেন ট্রাম্পও। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতেই ধন্যবাদ জানিয়েছেন টেসলা কর্তাকে। তাঁর জন্য আলাদা একটি বিভাগও তৈরি করে দেন, যার দায়িত্ব ছিল ইলনের কাঁধেই। কিন্তু সুখের সংসারে চিড়। কয়েক মাস যেতে না যেতেই দায়িত্ব ছেড়ে দিলেন ইলন মাস্ক।
বুধবারই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক ঘোষণা করেন যে ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি, যা সংক্ষেপে ডজ নামে পরিচিত, তা নেতৃত্বে ইতি টানার সময় এসেছে। ট্রাম্পের তৈরি এই খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর বিভাগের তরফেও জানানো হয়েছে যে ইলন মাস্ক তাঁর পদ ছেড়ে দিয়েছেন।
ইলন মাস্ককে বিশেষ সরকারি কর্মী হিসাবেই নিয়োগ করা হয়েছিল। এই পারমিটে বছরে ১৩০ দিন কোনও ব্যক্তি সরকারের জন্য কাজ করতে পারেন। মে মার্চের শেষভাগেই তাঁর পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আগেভাগেই নিজের বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন মাস্ক। তবে ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনে সামিল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইলন মাস্ককে। এমনকী ক্ষুব্ধ জনগণ তাঁর গাড়ি কোম্পানি টেসলাকেও বয়কট করে। কোম্পানির বিক্রি ও শেয়ারেও ব্যাপক পতন হয়।