Elon Musk: সবে ফিরেছে সুনীতারা, এর মধ্যেই মঙ্গলে মহাকাশচারী পাঠানোর ঘোষণা মাস্কের, কবে পাঠাচ্ছে জানেন?

Avra Chattopadhyay |

Mar 19, 2025 | 6:04 PM

Elon Musk: সবে ফিরেছে সুনীতারা। তার মধ্যে আরেক মহাকাশ অভিযানের ইচ্ছাপ্রকাশ মাস্কের। আমেরিকার বুক চিরে আরও একটি মহাকাশযান শূন্যে পাঠানোর জানালেন তিনি।

Elon Musk: সবে ফিরেছে সুনীতারা, এর মধ্যেই মঙ্গলে মহাকাশচারী পাঠানোর ঘোষণা মাস্কের, কবে পাঠাচ্ছে জানেন?
ইলন মাস্ক
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: সবে ফিরেছে সুনীতারা। মাস্কের ড্রাগনযানে চেপে ন’মাস বন্দি দশা কাটিয়ে অবশেষে পৃথিবীতে নেমেছে তারা। আর সেই বুধেই আরও এক বড় অভিযানের রূপরেখার কথা জানালেন মাস্ক। আমেরিকার বুক চিরে আরও একটি মহাকাশযান শূন্যে পাঠানোর ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। তবে এই মহাকাশযান কিন্তু যে সে জায়গায় যাবে না। যাবে একেবারে মঙ্গলে, তাও মহাকাশচারীদের নিয়ে।

এদিন আমেরিকার অন্যতম শিল্পপতি তথা দেশের গর্ভামেন্ট অব এফিসিয়েন্সির কর্তা জানালেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠাতে চলেছে তাঁর সংস্থা স্পেসএক্স। আমেরিকার বুকে মহাকাশ গবেষণায় NASA-এর যথেষ্ট সুনাম থাকলেও, বিগত কয়েক বছরে এই সেক্টরে নিজেদের সাফল্যের নজির গড়েছে মাস্কের সংস্থা SpaceX-ও।

এমনকি, যখন সুনীতাদের ঘরে ফেরাতে গিয়ে বারংবার হোঁচট খেতে হচ্ছিল NASA-এর বিজ্ঞানীদের। সেই আবহেই SpaceX-এর পাঠানো যানে চেপে সুনীতাদের মহাশূন্যের বুক থেকে ‘ছিনিয়ে’ এলেন ইলন মাস্ক। তারপরই বুধবার সেদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরবর্তী মানব অভিযানের রূপরেখার কথা ঘোষণা করে দিলেন তিনি।

তাঁর কথায়, ‘আমরা হয়তো খুব তাড়াতাড়ি মঙ্গল গ্রহে নভোশ্চরদের পাঠাতে সফল হব। তবে এই পরিকল্পনাটা অনেকটাই দীর্ঘমেয়াদি। আশা রাখছি, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যেই আমরা এই অভিযান করতে চলেছি।’

বিগত কয়েক বছর ধরে আমেরিকার বুকে সাফল্যের নানা নজির গড়েছে মাস্কের সংস্থা SpaceX। আর তার এই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন অনেকদিনেরই। তার জন্য নানা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি, দাবি সংস্থার একাংশের। গত বছরই মঙ্গল অভিযানের জন্য পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান তৈরি করেছে তাঁরা।