‘একটু বেশিই বলে ফেলেছি…’, ট্রাম্পকে নিয়ে হঠাৎ সুর বদল মাস্কের, কী হল?

Elon Musk-Donald Trump: প্রথমে প্রশাসনিক পদ ছাড়া, তারপর মার্কিন প্রেসিডেন্টের আনা 'বিগ বিউটিফুল বিলে'র সমালোচনা করেই বিতর্ক উসকে দিয়েছিলেন ইলন মাস্ক। সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেন তিনি।

একটু বেশিই বলে ফেলেছি..., ট্রাম্পকে নিয়ে হঠাৎ সুর বদল মাস্কের, কী হল?
ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: Getty Image

|

Jun 11, 2025 | 2:23 PM

ওয়াশিংটন: বিপদ বুঝেই সুর নরম করছেন ইলন মাস্ক? মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু থেকে রাতারাতি শত্রু হয়ে গিয়েছেন তাঁর বিরুদ্ধে মুখ খুলে। বিস্ফোরক নানা দাবিও করেছেন ট্রাম্পকে নিয়ে। এবার হঠাৎই সুর বদল মাস্কের। ট্রাম্পের বিরুদ্ধে বোমা ফাটিয়ে এখন তিনি নিজেই বলছেন কিছু পোস্ট নিয়ে অনুতাপ হচ্ছে!

এ দিন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা টেসলা কর্তা ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমি যে পোস্টগুলি করেছিলাম, তার কিছু পোস্ট নিয়ে অনুতপ্ত। একটু বেশি দূরই গড়িয়ে গিয়েছে বিষয়টা।”

প্রথমে প্রশাসনিক পদ ছাড়া, তারপর মার্কিন প্রেসিডেন্টের আনা ‘বিগ বিউটিফুল বিলে’র সমালোচনা করেই বিতর্ক উসকে দিয়েছিলেন ইলন মাস্ক। সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টও বিষয়টি ভালভাবে নেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি এই বিলে রিপাবলিকানদের বদলে ডেমোক্রাটদের সমর্থন করেন, তবে তার জন্য ইলন মাস্ককে চরম মূল্য চোকাতে হবে। ইলন মাস্কের সঙ্গে কথা বলতেও অস্বীকার করেন।

অন্যদিকে, ইলন মাস্ক আবার বোমা ফাটিয়ে দাবি করেন যে বিতর্কিত এপস্টেইন ফাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। তার এই দাবি ঘিরে চাঞ্চল্য পড়ে যায়। পরে যদিও ইলন মাস্ক সেই পোস্ট ডিলিট করে দেন।

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্কের প্রকল্পগুলিতে মার্কিন প্রশাসনের অনুদান বন্ধ করার। তাই-ই সুর বদল মাস্কের?