Elon Musk: সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর

Mar 18, 2025 | 9:34 AM

Elon Musk: মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এগিয়ে আসে মাস্কের স্পেসএক্স। সুনীতাদের ফেরাতে রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সেই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা ও বুচ।

Elon Musk: সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
ইলন মাস্ককে ধন্যবাদ জানালেন সুনীতারা

Follow Us

ওয়াশিংটন: ফেরার কথা ছিল আট দিনে। সেটাই হয়ে গিয়েছে ৯ মাস। অবশেষে মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতি উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ইলন মাস্কের স্পেসএক্স। সেজন্য মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেওয়ার আগে মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন দুই মহাকাশচারী।

২০২৪ সালের জুনে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনে পৌঁছন সুনীতারা। মহাকাশচারীদের নিয়ে মহাকাশ স্টেশনে প্রথমবার পাড়ি দিয়েছিল স্টারলাইনার। আট দিন পর সুনীতাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু, স্টারলাইনারের প্রযুক্তিগত ত্রুটির ফলে ফিরে আসার তারিখ ক্রমশ পিছতে থাকে। শেষপর্যন্ত দুই মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে রেখেই ফিরে আসে স্টারলাইনার।

শেষপর্যন্ত মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এগিয়ে আসে মাস্কের স্পেসএক্স। সুনীতাদের ফেরাতে রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সেই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসছেন নাসার আরেক নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।

এই খবরটিও পড়ুন

তাঁদের পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ করায় মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন সুনীতা ও বুচ। মাস্কের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্য়বাদ জানিয়েছেন তাঁরা। ভিডিয়োবার্তায় বুচ উইলমোর বলেন, “মাস্ক এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাদের জন্য যা করেছেন, তার জন্য সম্মান জানাই। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।” দুই মহাকাশচারীর সেই ভিডিয়োবার্তা এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন স্পেসএক্সের কর্ণধার মাস্ক। দুই মহাকাশকারীর ধন্যবাদের জবাবে হার্ট ও রকেটের ইমোজি দেন তিনি।