
দিনের পর দিন কোনও কাজই দেওয়া হয়নি তাঁকে। অফিসে এসে কার্যত বসে বসে বেতন নিয়ে যেতেন তিনি। বসেই বসেই তাঁর আয় হয়েছে ১ কোটি টাকারও বেশি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করলেন সেই কর্মী।

১.০৩ কোটি টাকা বেতন হিসেবে পেয়েছেন তিনি, অথচ তাঁকে দিয়ে কোনও কাজ করানো হয়নি। অফিসের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তাঁর। আলাসটেয়ার মিল নামে ডাবলিনের ওই রেল কর্মীর সঙ্গে কেন এমনটা করা হল?

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেলের অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই কর্মী। তাই শাস্তিস্বরূপ তাঁকে কোনও কাজই দেওয়া হত না। ২০১৪ সালে রেলের অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

একটি সূত্র বলছে, ৯ বছর আগে কোনও এক গোপন তথ্য সামনে এনেছিলেন তিনি। তারপরই তাঁকে শাস্তি দেওয়া হয়, কোনও কাজ না করার। দিনের পর দিন সংবাদপত্র পড়ে আর স্যান্ডুইচ খেয়েই কাটিয়ে দেন তিনি।

ওই কর্মী জানিয়েছেন, প্রতিদিন তিনি অফিস যাওয়ার আগে দুটি পেপার কিনতেন আর একটা স্যান্ডুইচ। এরপর অফিসে ঢুকে নিজের মেল চেক করতেন। কিন্তু কাজ সংক্রান্ত কোনও মেল আসত না। কোনও সহকর্মীর মেলও আসত না।

এভাবেই দিনের পর দিন কাটিয়েছেন তিনি। তা সত্ত্বেও বেতন পেতেন। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন মিলস।