Eric Garcetti: দু’বছর পর সেনেটে জয়! ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত বাইডেন ঘনিষ্ট গারসেট্টি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 16, 2023 | 1:26 PM

US Ambassador to India: ভারতের রাষ্ট্রদূত হওয়ার জন্য এরিকের পক্ষে সেনেটে জয় পাওয়া সহজ ছিল না। জয়ের জন্য প্রয়োজনীয় ভোট ছিল না ডেমোক্র্যাটদের হাতে।

Eric Garcetti: দু’বছর পর সেনেটে জয়! ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত বাইডেন ঘনিষ্ট গারসেট্টি
জো বাইডেনের সঙ্গে এরিক গারসেট্টি। ফাইল ছবি।

Follow Us

ওয়াশিংটন: ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন এরিক গারসেট্টি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ট বলে পরিচিতি রয়েছে তাঁর। এরিককে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত করার প্রস্তাব দিয়েছিল বাইডেন সরকার। সে দেশের সেনেটে এ নিয়ে প্রস্তাব তোলা হয়েছিল। সেই প্রস্তাবের উপরই হয়েছে ভোটাভুটি। ৫২-৪২ ভোটে এরিককে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত করার ব্যাপারে সায় দিয়েছে মার্কিন সেনেট। এই কূটনৈতিক পদে দেখা যাবে লস অ্যাঞ্জেলস শহরের প্রাক্তন মেয়র গারসেট্টিকে। আড়াই বছর আগেই ভারতে নিযুক্ত সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক পদের জন্য এরিকের নাম মনোনীত হয়েছিল। কিন্তু লস অ্যাঞ্জেলসের মেয়রের বিরুদ্ধে অতীতে যৌন হেনস্থার অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে জলঘোলা অব্যাহত ছিল। সেনেটের ভোটাভুটিতে জয়ী হয়ে অবশেষে ভারতের রাষ্ট্রদূত হিসাবে তাঁকে ছাড়পত্র দিল মার্কিন সেনেট।

যদিও ভারতের রাষ্ট্রদূত হওয়ার জন্য এরিকের পক্ষে সেনেটে জয় পাওয়া সহজ ছিল না। জয়ের জন্য প্রয়োজনীয় ভোট ছিল না ডেমোক্র্যাটদের হাতে। তবে রিপাবলিকানদের সঙ্গেও সখ্যতা রয়েছে এরিকের। এবং অনেক রিপাবলিক সেনেটর এরিককে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। এ নিয়ে ইন্ডিয়ানা সেন, টড ইয়ংয়ের মতো ক্রস ভোট দেওয়া রিপাবলিকান সেনেটররা বলেছেন, “অবিলম্বে ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। আমরা আর অপেক্ষা করতে পারি না।” ২০২১ সালের জুলাইয়ে ভারতের রাষ্ট্রদূত হিসাবে এরিককে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এত দিনে নির্বাচিত হলেন তিনি। এই জয়ে খুশি ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়রাও।

৫২ বছরের এরিক এর আগে লস অ্যাঞ্জলসের মেয়র ছিলেন। সেই মেয়র হিসাবে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছিল তাঁর নেতৃত্ব। সে জন্য বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছিলেন তিনি। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত মেয়র পদে ছিলেন তিনি। তবে কাজ প্রশংসিত হলেও নিজের দফতরের এক মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Next Article