AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Power Cut in Europe: বন্ধ প্লেন, ট্রেন, মেট্রো থেকে রাস্তার সিগন্যাল! একসঙ্গে লোডশেডিং বিশ্বের একাধিক দেশে, কী এমন ঘটল?

Power Cut in Europe: পর্তুগালের গ্রিড অপারেটর রেডস এনার্জেটিকাস ন্যাসিওনাইস (REN) জানিয়েছে সোমবার ভোরে পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Power Cut in Europe: বন্ধ প্লেন, ট্রেন, মেট্রো থেকে রাস্তার সিগন্যাল! একসঙ্গে লোডশেডিং বিশ্বের একাধিক দেশে, কী এমন ঘটল?
| Updated on: Apr 28, 2025 | 7:06 PM
Share

একটু আধটু অঞ্চল নয়, একসঙ্গে লোডশেডিং তিন তিনটি দেশে। সোমবার হঠাৎ করেই কারেন্ট চলে যায় স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ অংশে। যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাফিক লাইট, এয়ারপোর্টের আলো। ব্যহত হয় ট্রেন এবং মেট্রো চলাচলও।

স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকাও বিষয়টি মেনে নিয়েছে। তারা জানিয়েছে সোমবার স্পেন এবং পর্তুগালের বিশাল অংশ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। সমস্যার সমাধান করতে এবং বিদ্যুৎ সরবরাহ ফিরে পেতে তারা বিভিন্ন জ্বালানি কোম্পানিগুলির সঙ্গে কাজ করছে।

পর্তুগালের গ্রিড অপারেটর রেডস এনার্জেটিকাস ন্যাসিওনাইস (REN) জানিয়েছে সোমবার ভোরে পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা বলে, “কেন এমন হল তা বিশ্লেষণ করা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য সব শক্তি প্রয়োগ করা হচ্ছে।” এটিকে ‘একটি বৃহত্তর ইউরোপীয় সমস্যা’ বলেও অভিহিত করে তারা।

স্প্যানিশ রেডিও স্টেশনগুলি জানিয়েছে মাদ্রিদের ভূগর্ভস্থ অংশের কিছু অংশ খালি করা হচ্ছে। ক্যাডার সের রেডিও স্টেশন জানিয়েছে ট্র্যাফিক লাইট কাজ করা বন্ধ করে দেওয়ায় মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে যানজট দেখা দিয়েছে।

পর্তুগিজ পুলিশ সূত্রে খবর সারা দেশে ট্র্যাফিক লাইট প্রভাবিত হয়েছে, লিসবন এবং পোর্তোতে মেট্রো এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পর্তুগাল পুলিশ জনগণকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে। ট্র্যাফিক লাইট বিকল হওয়ার দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ধীর গতিতে গাড়ি চালানোর কথাও বলা হয়েছে।

এই বিষয়ে সংবাদ সংস্থা সিএনএনকে এক ভুক্তভোগী জানান, লিসবনের হাম্বার্তো ডেলগাডো বিমানবন্দরের শত শত মানুষ অন্ধকারে লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের জন্য এয়ার কন্ডিশনিং বা জল সরবরাহের ব্যবস্থাও ছিল না। দোকানেও কেবল নগদ টাকাই নিচ্ছিল।

স্প্যানিশ ট্রেন অপারেটর রেনফে জানায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বহু ট্রেন বাতিল করা হয়। ই-রেডেস, যারা পর্তুগালের মূল ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহ করে, একটি বিবৃতিতে বলেছে যে তারা সংযোগ পুনঃস্থাপনের জন্য কাজ করছে। তবে কেন এমন হল তা এখনও জানা যায়নি।