Explained: ফুটো করতে পারবে না রাশিয়া, এমন ‘পাঁচিল’ বানাচ্ছে EU- NATO

ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইউরোপ চাইছে রুশ ড্রোনকে আটকাতে। তাই শুরু হচ্ছে এক মহাযজ্ঞ। কিন্তু বিপুল এই খরচ দেবে কে? এক দেশ কি অন্য দেশের সীমান্ত সুরক্ষিত করতে টাকা দেবে?

Explained: ফুটো করতে পারবে না রাশিয়া, এমন পাঁচিল বানাচ্ছে EU- NATO

| Edited By: Purvi Ghosh

Oct 02, 2025 | 8:45 PM

১. রাশিয়া সীমান্তে উঁচু পাঁচিল তৈরি করছে এস্টোনিয়া। বসাচ্ছে অ্যান্টি-ট্যাঙ্ক ডিফেন্স সিস্টেম ও বাঙ্কার। ২. পোল্যান্ড সেনা সংখ্যা বাড়িয়ে প্রায় ৫ লক্ষে নিয়ে যাওয়ার পাকা পরিকল্পনা করে ফেলেছে। দেশের সব যুবদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। ৩. জার্মানি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপি-র প্রায় ৪ শতাংশের কাছাকাছি নিয়ে যাচ্ছে রুশ আগ্রাসনের মোকাবিলায়। ৪. লিথুয়ানিয়া-র মতো ছোট দেশও সামরিক মহড়া শুরু করেছে। উপরে চারটি ছোট ছোট উদাহরণ দিলাম মাত্র। আসলে বাল্টিক থেকে কৃষ্ণসাগরের ধার জুড়ে থাকা রাশিয়া-বেলারুশ-ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলি এখন রুশ-ইউক্রেন যুদ্ধের আঁচ ভালমতোই টের পাচ্ছে। ছোট ছোট ইউরোপীয় দেশগুলিও দিব্যি বুঝতে পারছে, রুশ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন