
১. রাশিয়া সীমান্তে উঁচু পাঁচিল তৈরি করছে এস্টোনিয়া। বসাচ্ছে অ্যান্টি-ট্যাঙ্ক ডিফেন্স সিস্টেম ও বাঙ্কার। ২. পোল্যান্ড সেনা সংখ্যা বাড়িয়ে প্রায় ৫ লক্ষে নিয়ে যাওয়ার পাকা পরিকল্পনা করে ফেলেছে। দেশের সব যুবদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। ৩. জার্মানি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপি-র প্রায় ৪ শতাংশের কাছাকাছি নিয়ে যাচ্ছে রুশ আগ্রাসনের মোকাবিলায়। ৪. লিথুয়ানিয়া-র মতো ছোট দেশও সামরিক মহড়া শুরু করেছে। উপরে চারটি ছোট ছোট উদাহরণ দিলাম মাত্র। আসলে বাল্টিক থেকে কৃষ্ণসাগরের ধার জুড়ে থাকা রাশিয়া-বেলারুশ-ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলি এখন রুশ-ইউক্রেন যুদ্ধের আঁচ ভালমতোই টের পাচ্ছে। ছোট ছোট ইউরোপীয় দেশগুলিও দিব্যি বুঝতে পারছে, রুশ...