কলকাতা: ভারতের জন্য হুমকির তো অন্ত নেই। কখনও মানচিত্র বদলের হুঁশিয়ারি, কখনও কলকাতা তো কখনও সেভেন সিস্টার্স দখলের ডাক। বিগত কয়েকদিনে বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে চিন্তিত আন্তর্জাতিক মহলও। এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির। ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান। ‘প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে।’ বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদকে। তাঁর দাবি, সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনও শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না।
এর আগে চার ঘণ্টায় কলকাতায় দখলের ডাক দিতে দেখা গিয়েছিল সে দেশের প্রাক্তন সেনা কর্তাকে। তারপর তো বাকিটা কার্যত ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা। হাসির খোরাক হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ওই প্রাক্তন সেনা কর্তা। এবার যুদ্ধের জন্য সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিএনপি নেতা।
হাফিজউদ্দিন আহমেদকে বলতে শোনা যায়, “প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং আমরা দেব। আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে তাই এটা দরকার। আমরা যুদ্ধ করে তৈরি হয়েছি। চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ।” এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে। এমনকী ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গিয়েছে। এবার তাতে নবতম সংযোজন হাফিজউদ্দিন।