AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer Arrest: রাত পৌনে ১২টায় গ্রেফতার লোকশিল্পী মমতাজ বেগম

Bangladesh: সোমবার রাত পৌনে ১২ টায় ধানমন্ডির স্টার কাবাবের পিছনে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে মমতাজকে।

Singer Arrest: রাত পৌনে ১২টায় গ্রেফতার লোকশিল্পী মমতাজ বেগম
মমতাজ বেগমImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 13, 2025 | 7:06 AM
Share

বাংলাদেশ: মধ্যরাতে গ্রেফতার লোকশিল্পী মমতাজ বেগম। শুধুমাত্র সঙ্গীতশিল্পী নন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংসদ পদে ছিলেন তিনি। একাধিকবার আওয়ামি লীগের টিকিটে সাংসদ হয়েছিলেন মমতাজ। সোমবার রাতে তাঁকে আচমকা গ্রেফতার করা হয়।

বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পৌনে ১২ টায় ধানমন্ডির স্টার কাবাবের পিছনে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে মমতাজকে। কয়েকদিন আগেই সব রাজনৈতিক কর্মসূচীতে আওয়ামি লীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্রর্তী সরকার। তারপরই মমতাজের এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ডিবি-র যুগ্ম কমিশনার মহম্মদ নাসিরুল ইসলাম মমতাজের গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ-২ আসনের প্রাক্তন সাংসদ মমতাজ। ডিএমপি-র মুখপাত্র উপ কমিশনার মহম্মদ তালেবুর রহমান রাত জানান, শিল্পী মমতাজকে রাত সাড়ে ১১ টার পর ধানমন্ডি ২-এর স্টার কাবাবের পিছনের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ডিএমপির এই কর্তা। উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের এক বিশেষ বৈঠকে শেখ হাসিনার আওয়ামি লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামি লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হবে।