
ওয়াশিংটন: এ যেন নতুন এক আমেরিকা। প্রেসিডেন্ট পদে বসেই সব বদলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশকে বন্ধ করে দিল সমস্ত আর্থিক সাহায্য। তবে বাদ পড়েছে দুই দেশ। ইজরায়েল আর মিশর। এই দুই দেশই শুধুমাত্র আমেরিকার কাছ থেকে আর্থিক সাহায্য পাবে। বাকি সমস্ত দেশে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।
মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, বিদেশি আর্থিক সাহায্যের জন্য নতুন করে কোনও বরাদ্দ করা হবে না। নতুন প্রশাসনের এই সিদ্ধান্তে প্রভাব পড়বে একাধিক দেশে, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে। জো বাইডেনের জমানায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিপুল আর্থিক ও সামরিক সাহায্য করেছিল আমেরিকা। ট্রাম্প এসেই সেই সাহায্য বন্ধ করে দিলেন।
অন্যদিকে, আফ্রিকার উন্নয়নশীল দেশগুলিতে এইচআইভি প্রতিরোধে যে অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ কেনা হত, তাও স্থগিত হয়ে যাবে, কারণ এই ওষুধগুলি মূলত আমেরিকার অর্থ সাহায্যেই কেনা হত। তবে খাদ্য সামগ্রী কেনার জন্য সুদান, সিরিয়ার মতো দেশে যে আর্থিক সাহায্য করা হত, তা জারি থাকবে বলেই জানিয়েছে মার্কিন প্রশাসন।
শুধুমাত্র ইজরায়েল ও মিশরকেই আর্থিক সাহায্য দেওয়া হবে। তাদের অনুদান বন্ধ করা হচ্ছে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরেন ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্সে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার বিদেশনীতির সঙ্গে এই নীতিগুলির পর্যালোচনা করা হবে। তারপরই অনুদান নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।